#কলকাতা: মহম্মদ শামি (Mohammed Shami) ও হাসিন জাহানের (Hasin Jahan) সম্পর্ক নিয়ে আর বিশেষ করে কোনও কথা এই মুহূর্তে লেখার নেই৷ কিন্তু হাসিন জাহান - মহম্মদ শামির পরোয়া আর বিশেষ করেন না৷ তিনি নিজের মতো জীবনযাপনেই ব্যস্ত৷ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তিনি৷ মাঝেমধ্যেই ভাইরাল ভিডিও ও ভাইরাল ছবির জন্য (Viral Video) ৷ দোলের দিন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ও তাঁদের মেয়ে আহিরা জাহান মাতেন দোল উৎসবের আনন্দে৷
দোল উৎসবে আবির রঙে রাঙানো ছবি দিয়েছেন হাসিন জাহান৷
View this post on Instagram
View this post on Instagram
এছাড়াও মহম্মদ শামি ও তাঁর কন্যা আহিরা জাহানের দোলউৎসবের পারফরম্যান্সেরও ভিডিও পোস্ট করেছেন হাসিন জাহান৷ সেখানে শামি কন্যা ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ গানের সঙ্গে হলুদ শাড়ি পরে নাচ করছে ছোট্ট আহিরা৷
আরও পড়ুন - Urfi Javed: লাল ওড়না, সাদা কামিজ! তবে কি উর্ফির ভোলবদল, সামনে ঘুরতেই নেটিজেনরা অবাক
দেখে নিন মহম্মদ শামি (Mohammed Shami) ও হাসিন জাহানের (Hasin Jahan) মেয়ের নাচের ভাইরাল ভিডিও (Viral Video)
মহম্মদ শামির (Mohammed Shami) কন্যা বেশ স্বতঃস্ফূর্ত ৷ আহিরা আবার নিজের ছোট্ট সতীর্থ নাচিয়েকে নাচের মধ্যেই স্টেপ ঠিক করে দিচ্ছেন৷ হাসিন নিজের মেয়েকে বেবো বলেন তাই বেবোর পারফরম্যান্স বলেই ভিডিও পোস্ট করেছেন তিনি৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mohammed Shami, Viral Video