Urfi Javed: লাল ওড়না, সাদা কামিজ! তবে কি উর্ফির ভোলবদল, সামনে ঘুরতেই নেটিজেনরা অবাক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জনপ্রিয় এবং হট অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed) মাঝেমধ্যেই নিজের বোল্ড ইমেজের কারণে শিরোনাম ছিনিয়ে নেন৷
#মুম্বই: জনপ্রিয় এবং হট অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed) মাঝেমধ্যেই নিজের বোল্ড ইমেজের কারণে শিরোনাম ছিনিয়ে নেন৷ এরইমধ্যে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও শেয়ার করেছেন৷ এর সাহায্যে নিজের ফ্যানদের হোলির শুভকামনা জানিয়েছেন৷ কিন্তু এই হোলির (Holi) ভিডিওতে ফের তাঁর বোল্ড আন্দাজ তাঁর এই ভিডিওকেও ভাইরাল ভিডিও (Viral Video) বানিয়ে দিয়েছে৷ তবে অন্যবারের মতো এবারেও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ফের একবার তাঁর সমালোচনায় মুখর হয়েছেন৷ ফের তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে৷
উর্ফি জাভেদ (Urfi Javed) নিজের ফ্যানদের হোলির (Holi) শুভেচ্ছা জানিয়েছেন৷ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘সকলকে হোলির শুভেচ্ছা’’৷ ভিডিও দেখা যাচ্ছে উর্ফি হাতে আবীর নিয়ে তা হাওয়ায় ওড়াচ্ছে আর হাসতে হাসতে ক্যামেরার সামনে গোল গোল ঘুরছেন৷ এরমধ্যে তিনি সাদা কামিজ আর লাল ওড়না আর লাল লেগইন পড়েছেন তবে এই ভিডিও কেন ভাইরাল হয়েছে তা একটু বাদে বোঝা যাচ্ছে যখন উর্ফি জাভেদ ঘুরছেন৷ কামিজের নেকলাইন এমনভাবেই কাটা যে সালোয়ার কামিজেও তাঁর স্তনযুগল ভালই উঁকি মারছে৷ স্যুটের পিছন দিকেই ডিজাইনার৷ এথনিক সাজেও নিজের সৌন্দর্য্য এভাবে তুলে ধরা যায় তা তিনি করে দেখিয়েছেন৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
উর্ফি জাভেদ এই লেটেস্ট ভিডিওতে পোস্ট করে নিজে কয়েক ঘণ্টার মধ্যে ৭৮ হাজার লাইক পেয়ে গেছে৷ প্রচুর মানুষ ২হাজারের মানুষ কমেন্ট করেছেন৷ উর্ফির এই ভিডিও মানুষ খুব পছন্দ করেছেন৷ তাঁকে প্রচুর মানুষ এই ভিডিওতে হোলির শুভকামনা জানিয়েছেন৷
তবে কিছু মানুষের এই ভিডিও পছন্দ হয়নি৷ তাঁরা হোলির দিন এরকম খোলামেলা পোশাক পরায় অত্যন্ত সমালোচনায় মুখর হয়েছেন৷ কেউ কেউ আবার তাঁর এইধরণের পোশাক নিয়ে ইয়ার্কি মেরেছেন৷ কেউ আবার কমেন্ট করেছেন, ‘‘ছুপানা ভি নেগি আতা’’ আবার কেউ আবার লিখেছেন উৎসবের দিনে এরকম পোশাক পরা উচিত নয় বলে লিখেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 5:40 PM IST