২০১৩ সালে ‘কিল ইয়র ডার্লিংস’ ছবির শ্যুটিংয়ে আলাপ হয়েছিল এরিন ও ড্যানিয়েলের। তার পর প্রায় ১০ বছরের প্রেম দুই তারকার। এবার তাঁদের ঘরে খুশির হাওয়া। সন্তান আসার অপেক্ষা করছেন তাঁরা। ৩৩ বছরের ড্যানিয়েল, ৩৮ বছরের এরিন নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন।
ড্যানিয়েল আর এরিনের সেই ছবি এখন ভাইরাল। কালো কো অর্ড সেট আর চেক চেক ওভারকোটে দেখা গিয়েছিল এরিনকে। সেখানেই স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প। পাশে দাঁড়িয়ে ড্যানিয়েল। মাথায় শীতের টুপি। রাস্তা পারাপার করছিলেন যুগল।
আরও পড়ুন: মৃত্যুর আগে বেলি ডান্সের ভিডিও আকাঙ্ক্ষার! কান্না, নাচ, একের পর এক ভিডিওয়ে রহস্য
আরও পড়ুন: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া
ছবিটি শেয়ার হয়েছে ড্যানিয়েলের ফ্যান পেজ থেকে। ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে সেই ছবির মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘ড্যানিয়েল এবং এরিনের সন্তান হলে সে খুবই ভাগ্যবান। মা-বাবা হিসেবে ওঁরা সফল হবেন।’