স্টার
২০১০ সালে তিন পাত্তি (Teen Patti) সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রদ্ধা। মাত্র ১২ বছরে তিনি বলিউডে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে নিয়েছেন। ইনস্টাগ্রামে (Instagram) ৬৮ মিলিয়ন ফলোয়ারও রয়েছে শক্তি কাপুরের (Shakti Kapoor) কন্যার।
আরও পড়ুন: টম্যাটো কেচাপ খেতে খুব ভালোবাসেন? বিপদ ডেকে আনছেন নিজেই!
সুন্দর চুল
advertisement
সাময়িক নায়িকারদের মধ্যে শ্রদ্ধা যে অন্যতম সুন্দরী সে বিষয়ে তো কোনও সন্দেহ নেই, কিন্তু আপনারা কি শ্রদ্ধার চুলের দিকে কখনও খেয়াল করেছেন? কারণ যেমন ত্বকের জেল্লা তেমনই সুন্দর চুলেও অপরূপা শ্রদ্ধা।
গোপন হেয়ার প্যাক
শ্রদ্ধা তাঁর চুলের যত্নের জন্য একটি বাড়িতে তৈরি প্যাক ব্যবহার করেন। তাহলে জেনে নেওয়া যাক সেই প্যাকের রেসিপি।
অ্যালোভেরা
অ্যালোভেরার বিবিধ উপকারিতা সকলের কাছেই পরিচত। শ্রদ্ধার এই হেয়ার কেয়ার প্যাকের জন্যও দু'টি অ্যালোভেরার পাতা নিয়ে সেখান থেকে অ্যালোভেরার জেল বের করে নিতে হবে।
আরও পড়ুন: সারাদিনে সবচেয়ে প্রয়োজনীয় আহার সকালের জলখাবার নয়, প্রচলিত 'ভুল' ভাঙুন!
জবা ফুল
চুলের স্বাস্থ্যের জন্য জবা ফুলের গুণের কথা আমরা অনেকেই শুনেছি। শ্রদ্ধাও নিজের হেয়ার প্যাকে এক মুঠো জবা ফুল ব্যবহার করেন।
দই
চুলের জন্য দইও খুবই উপকারী। শ্রদ্ধা তাঁর হেয়ার প্যাকে ২ টেবিল চামচ দই ব্যবহার করেন৷
পদ্ধতি
সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলে লাগাতে হবে। তার পর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
শ্রদ্ধার মতো চুলের বাহার
আর কী! নায়িকার রূপরহস্য তো এবার হাতের মুঠোয়! যে যে উপকরণ ব্যবহার করা হয় এতে, তা বহু কাল ধরেই চুলের পরিচর্যায় প্রসিদ্ধ। এই হেয়ারপ্যাক ব্যবহার করে আমরাও শ্রদ্ধার মতো চুলের যত্ন নিতে পারি৷