সমাজে একটা প্রচলিত কথা রয়েছে যে, সুস্বাস্থ্যের জন্য সারাদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহার হল সকালের জলখাবার (Breakfast)। সকালের এই জলখাবার করা উচিত রাজার মতো, এবং পরবর্তী আহারগুলি ধীরে ধীরে কম করা উচিত (Breakfast)। কিন্তু সাম্প্রতিক গবেষণার পর পুষ্টিবিদদের দাবি, সকালের জলখাবারই (Breakfast) দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহার, এই ধারণা ঠিক নয়।