TRENDING:

Gigi Hadid-Varun Dhawan: বরুণের আচরণে বিরক্ত জিজি? মডেলের পোস্ট উধাও! ‘অনুমতি ছাড়া চুম্বন’ বিতর্ক তুঙ্গে

Last Updated:

Gigi Hadid-Varun Dhawan: জিজি ভারতে এসে এই দেশের মতোই সেজেছিলেন। সোনালি শাড়ি পরে লাস্যময়ী দেখাচ্ছিল তাঁকে। বরুণ তাঁর পারফর্ম্যান্সের সময়ে হঠাৎই জিজিকে মঞ্চে আমন্ত্রণ করেন। এবং কোলে তুলে নিয়ে নাচ করে গালে চুম্বন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: স্ত্রীর সামনে আন্তর্জাতিক তারকাকে কোলে তুলে গালে চুম্বন। বরুণ ধওয়ানের এই আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। চারদিক তোলপাড় বলি তারকা বরুণ ধওয়ান ও হলি তারকা জিজি হাদিদকে নিয়ে। কেবল তা-ই নয়, অভিযোগ উঠছে, চুম্বন করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি অভিনেতা। শোরগোল চলছে চারদিক।
বরুণ-গিগির বিতর্ক
বরুণ-গিগির বিতর্ক
advertisement

ঘটনাস্থল, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান (NMACC)। ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দেশের প্রথম কালচারাল সেন্টার NMACC উদ্বোধন করেছে রিলায়েন্স। সেখানেই শনিবার উপস্থিত বলিউডের তারকারা। প্রথম সারির বলি তারকাদের সমাবেশে এমনকি আন্তর্জাতিক তারকাদেরও ভিড়। আর সেই মঞ্চেই এই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন: NMACC উদ্বোধনে চাঁদের হাট, সাজপোশাকে নজর কাড়লেন বলি তারকারা! দেখুন ছবি

advertisement

আরও পড়ুন: 'নাটু নাটু'-তে NMACC মঞ্চে আগুন দুই নারীর, আলিয়া-রশ্মিকার যুগলবন্দির ভিডিও দেখুন

জিজি হাদিদ ছাড়াও NMACC-তে উপস্থিত ছিলেন হলি তারকা টম হল্যান্ড, জেন্ডায়া, পেনেলপি ক্রুজ, নিক জোনাস প্রমুখ। জিজি ভারতে এসে এই দেশের মতোই সেজেছিলেন। সোনালি শাড়ি পরে লাস্যময়ী দেখাচ্ছিল তাঁকে। বরুণ তাঁর পারফর্ম্যান্সের সময়ে হঠাৎই জিজিকে মঞ্চে আমন্ত্রণ করেন। এবং কোলে তুলে নিয়ে নাচ করে গালে চুম্বন করেন।

advertisement

গিগির ইনস্টাগ্রাম স্টোরি

তার পরেই নেটপাড়ায় তুলকালাম। স্ত্রী নাতাশা দালাল দর্শকাসনে বসে ছিলেন, তা সত্ত্বেও কেন বরুণ এই কাণ্ড করলেন বলে প্রশ্ন জাগছে চারদিকে। এ ছাড়া অনেকের দাবি, জিজির অনুমতি ছাড়াই তাঁর গালে চুম্বন করেছেন বরুণ।

advertisement

এই ঘটনার পর বরুণ ট্যুইটারে নেটিজেনদের তোপ দেগে জানান, গোটা ঘটনাটিই ছিল পরিকল্পনামাফিক। অন্যদিকে জিজি ইনস্টাগ্রামে সেই ভিডিওর স্টোরি দিয়েছি লিখেছিলেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন সত্যি করল।’ সেই স্টোরিটি বরুণও শেয়ার করেছিলেন।

Gigi Hadid takes the story down

by u/cockybomber in BollyBlindsNGossip

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

হঠাৎ ‘রেডিট’ প্ল্যাটফর্ম নানা নেটিজেনরা দাবি তুললেন, জিজি নাকি সেই ভিডিওটি মুছে দিয়েছেন। এখন প্রশ্ন, আদৌ জিজি সেই স্টোরি ডিলিট করেছেন নাকি ২৪ ঘণ্টা পরে আপনাআপনিই সেই স্টোরিটি মুছে গিয়েছে। কিন্তু নেটিজেনদের দাবি, ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সেই স্টোরিটি উধাও। তবে কি বরুণের আচরণে বিরক্ত হয়েছেন জিজি? বরুণের প্রতি রাগ যেন আরও বেড়ে গিয়েছে এই ঘটনার পরেই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gigi Hadid-Varun Dhawan: বরুণের আচরণে বিরক্ত জিজি? মডেলের পোস্ট উধাও! ‘অনুমতি ছাড়া চুম্বন’ বিতর্ক তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল