Bollywood at NMACC: NMACC উদ্বোধনে চাঁদের হাট, সাজপোশাকে নজর কাড়লেন বলি তারকারা! দেখুন ছবি

Last Updated:
Bollywood at NMACC: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের তারকারা। প্রাচ্য এবং পাশ্চাত্য ধারার পোশাকে রীতিমতো তাক লাগিয়েছেন তাঁরা।
1/21
গত শুক্রবারই উদ্বোধন হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের তারকারা। প্রাচ্য এবং পাশ্চাত্য ধারার পোশাকে রীতিমতো তাক লাগিয়েছেন তাঁরা। দেখে নেওয়া যাক, তারকাদের সাজের কিছু ছবি।
গত শুক্রবারই উদ্বোধন হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের তারকারা। প্রাচ্য এবং পাশ্চাত্য ধারার পোশাকে রীতিমতো তাক লাগিয়েছেন তাঁরা। দেখে নেওয়া যাক, তারকাদের সাজের কিছু ছবি।
advertisement
2/21
পুত্র আরিয়ান ও কন্যা সুহানার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ-পত্নী গৌরী খান। শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল মা-মেয়েকে। কালো পোশাকে স্টাইলিশ অবতারে আরিয়ান।
পুত্র আরিয়ান ও কন্যা সুহানার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ-পত্নী গৌরী খান। শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল মা-মেয়েকে। কালো পোশাকে স্টাইলিশ অবতারে আরিয়ান।
advertisement
3/21
ঝলমলে স্লিভলেস ক্রপ টপ এবং একটি রাফল ট্রেল গাউনে অনন্যা পাণ্ডে যেন কোনও মায়াকাননের রাজকন্যা।
ঝলমলে স্লিভলেস ক্রপ টপ এবং একটি রাফল ট্রেল গাউনে অনন্যা পাণ্ডে যেন কোনও মায়াকাননের রাজকন্যা।
advertisement
4/21
শাড়ির মতো গাউনে দুর্দান্ত দেখাচ্ছিল তমান্না ভাটিয়াকে। ভারি গয়না আর বোল্ড মেক-আপ আলাদা মাত্রা যোগ করেছিল তাঁর লুকে।
শাড়ির মতো গাউনে দুর্দান্ত দেখাচ্ছিল তমান্না ভাটিয়াকে। ভারি গয়না আর বোল্ড মেক-আপ আলাদা মাত্রা যোগ করেছিল তাঁর লুকে।
advertisement
5/21
অফ-শোল্ডার নীল প্রেটেন্ড ট্রেল গাউনে করিশ্মা যেন মৎস্যকন্যা! সৌন্দর্য আর তারুণ্যে তিনি এখনকার অভিনেত্রীদেরও হার মানান।
অফ-শোল্ডার নীল প্রেটেন্ড ট্রেল গাউনে করিশ্মা যেন মৎস্যকন্যা! সৌন্দর্য আর তারুণ্যে তিনি এখনকার অভিনেত্রীদেরও হার মানান।
advertisement
6/21
বর্তমান প্রেমিক আর্সলান গনির সঙ্গে দেখা গেল হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানকে। ট্যুইনিং করা পোশাকে বেশ কিউট লাগছিল দুজনকে।
বর্তমান প্রেমিক আর্সলান গনির সঙ্গে দেখা গেল হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানকে। ট্যুইনিং করা পোশাকে বেশ কিউট লাগছিল দুজনকে।
advertisement
7/21
ট্র্যাডিশনাল পোশাকে কন্যা আরাধ্যার হাত ধরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বলাই বাহুল্য, মা-মেয়ে উপস্থিত হতেই সমস্ত প্রচারের আলো যেন ছিনিয়ে নিয়ছিলেন।
ট্র্যাডিশনাল পোশাকে কন্যা আরাধ্যার হাত ধরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বলাই বাহুল্য, মা-মেয়ে উপস্থিত হতেই সমস্ত প্রচারের আলো যেন ছিনিয়ে নিয়ছিলেন।
advertisement
8/21
উপস্থিত ছিলেন বলিউডের আর এক মা-মেয়ে জুটি, কাজল আর নাইসা। সাদার জাদুতে প্রাণোচ্ছল হাসিতে তাক লাগিয়ে দিলেন তাঁরা।
উপস্থিত ছিলেন বলিউডের আর এক মা-মেয়ে জুটি, কাজল আর নাইসা। সাদার জাদুতে প্রাণোচ্ছল হাসিতে তাক লাগিয়ে দিলেন তাঁরা।
advertisement
9/21
স্বামী আনন্দ আহুজার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সোনম কাপুরও। জমকালো লহেঙ্গা চোলিতে সোনম আর সাদা কুর্তা-পাজামায় আনন্দ যেন মেড ফর ইচ আদার।
স্বামী আনন্দ আহুজার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সোনম কাপুরও। জমকালো লহেঙ্গা চোলিতে সোনম আর সাদা কুর্তা-পাজামায় আনন্দ যেন মেড ফর ইচ আদার।
advertisement
10/21
জমকালো রঙিন পোশাকে নজর কাড়লেন সস্ত্রীক রাজকুমার রাও। স্টেটমেন্ট গয়না আর ক্লাসি লুকে নজর কাড়লেন পত্রলেখা।
জমকালো রঙিন পোশাকে নজর কাড়লেন সস্ত্রীক রাজকুমার রাও। স্টেটমেন্ট গয়না আর ক্লাসি লুকে নজর কাড়লেন পত্রলেখা।
advertisement
11/21
চিরাচরিত বোল্ড লুকে দেখা গেল মালাইকা অরোরাকে। সঙ্গে ছিলেন প্রেমিক অর্জুন কাপুরও। বি-টাউনের স্টাইলিশ এই জুটির চোখেমুখে উপচে পড়ছে আনন্দ।
চিরাচরিত বোল্ড লুকে দেখা গেল মালাইকা অরোরাকে। সঙ্গে ছিলেন প্রেমিক অর্জুন কাপুরও। বি-টাউনের স্টাইলিশ এই জুটির চোখেমুখে উপচে পড়ছে আনন্দ।
advertisement
12/21
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের পাওয়ার-কাপল সইফ-করিনা। কালো বন্ধগলা আর সাদা পাজামায় সইফের লুকে নবাবিয়ানার ছোঁয়া। আর কালো স্টাইলিশ গাউন আর বোল্ড লুকে ধরা দিয়েছেন তাঁর বেগম করিনা।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের পাওয়ার-কাপল সইফ-করিনা। কালো বন্ধগলা আর সাদা পাজামায় সইফের লুকে নবাবিয়ানার ছোঁয়া। আর কালো স্টাইলিশ গাউন আর বোল্ড লুকে ধরা দিয়েছেন তাঁর বেগম করিনা।
advertisement
13/21
স্ত্রী ভাবনার সঙ্গে এসেছিলেন চাঙ্কি পাণ্ডে। কালো পোশাকে চাঙ্কি আর লাল শাড়িতে মোহময়ী ভাবনাকে দেখে রীতিমতো তাক লেগে যাওয়ার জোগাড়।
স্ত্রী ভাবনার সঙ্গে এসেছিলেন চাঙ্কি পাণ্ডে। কালো পোশাকে চাঙ্কি আর লাল শাড়িতে মোহময়ী ভাবনাকে দেখে রীতিমতো তাক লেগে যাওয়ার জোগাড়।
advertisement
14/21
ট্যুইনিং করেছিলেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকরও। বলিউডের এই স্টাইলিশ দম্পতির থেকেও চোখ সরানো যাচ্ছিল না।
ট্যুইনিং করেছিলেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকরও। বলিউডের এই স্টাইলিশ দম্পতির থেকেও চোখ সরানো যাচ্ছিল না।
advertisement
15/21
মা করুণা আর স্ত্রী নাতাশা দালালের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বরুণ ধাওয়ান। কালো পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল বরুণকে। বেইজ-সাদার মিশেলে ক্লাসি অবতারে করুণা ধাওয়ান। হালকা নীল ঝলমলে কো-অর্ডে নাতাশাও নজর কাড়লেন।
মা করুণা আর স্ত্রী নাতাশা দালালের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বরুণ ধাওয়ান। কালো পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল বরুণকে। বেইজ-সাদার মিশেলে ক্লাসি অবতারে করুণা ধাওয়ান। হালকা নীল ঝলমলে কো-অর্ডে নাতাশাও নজর কাড়লেন।
advertisement
advertisement
advertisement