কিন্তু প্রথম চুম্বনের অনুভূতি মনে করে আজও শিহরিত হন ওঁরা। সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। জীবনের সবচেয়ে উন্মত্ত মুহূর্ত! কী হয়েছিল সেদিন?
আরও পড়ুন- ভারতের কোন রাজ্যে ‘সবচেয়ে বেশি’ মহিলা মদ্যপান করেন? শুনলেই চমকাবেন…! গ্যারান্টি
advertisement
শ্রীময়ী জানান, আয়লার ঝড়ের এক অবাক করা গল্প। বাইরে ঝড়-জল। বাজ পড়ছে। সেই ঝড়েই উন্মত্তের মতো চুমু খেয়ে ফেলেছিলেন দু’জনে। আয়লার দাপটে ঝড়-বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল লাগাতার। প্রকৃতির সেই উন্মত্ততার মধ্যেই ঝড়ের বেগে একে অপরে ডুবে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। দুর্যোগের দিনেই কাছে আসা। ঝড় উঠেছিল তাঁদের হৃদয়েও। সম্পর্কের সেই অধ্যায় আজও উজ্জ্বল তাঁদের স্মৃতিতে। যে ঝড় ধ্বংস এনেছিল বহু মানুষের জীবনে, সেই একই ঝড় তৈরি করেছিল এক নতুন গল্পের—এক আবেগময় অধ্যায়ের।
আরও পড়ুন- যখন তখন ‘বাতকর্ম’ করে ফেলেন? পেটে চাপ আসে গুরগুর করে…? এই ‘ছোট্ট’ জিনিসে চিরতরে মুক্তি!
আরও পড়ুন- চল্লিশেও দেখাবে ‘২৫’! পুতুল-পুতুল ত্বকের জেল্লা ধরে রাখতে চান? এই ‘জাপানি সিক্রেট’ শুনুন…!
তাঁদের জীবনের‘ক্রেজিয়েস্ট থিং’! তাঁদের প্রেমের গল্পে এই ঝড়বৃষ্টি ভেজা চুম্বনের মুহূর্ত চিরকাল রয়ে যাবে বিশেষ জায়গায়। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সম্প্রতি তাঁদের সম্পর্কের এমনই এক গোপন কথা ভাগ করে নিয়েছেন।