ভারতের কোন রাজ্যে 'সবচেয়ে বেশি' মহিলা মদ্যপান করেন? শুনলেই চমকাবেন...! গ্যারান্টি

Last Updated:
Alcohol: সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের এক গবেষণায় উঠে এসেছে কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি মদ্যপান করেন। সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য, চমকে যাবেন!
1/9
অ্যালকোহল সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এই বিষয়টি সবারই জানা। তবুও, দিন দিন মদ্যপানের প্রবণতা বাড়ছে। বিশেষ করে কিছু রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানেন দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি মহিলারা মদ খান? which state has maximum women who drinks alcohol do you know Highest female alcohol consumption state in India
অ্যালকোহল সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এই বিষয়টি সবারই জানা। তবুও, দিন দিন মদ্যপানের প্রবণতা বাড়ছে। বিশেষ করে কিছু রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানেন দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি মহিলারা মদ খান?
advertisement
2/9
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের এক গবেষণায় উঠে এসেছে কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি মদ্যপান করেন। সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য, চমকে যাবেন!
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের এক গবেষণায় উঠে এসেছে কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি মদ্যপান করেন। সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য, চমকে যাবেন!
advertisement
3/9
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক সমীক্ষায় জানা গেছে, ভারতে মদ্যপায়ীদের মধ্যে ৭.৫ শতাংশ মহিলা, এবং তারা প্রধানত বাড়িতে বসে মদ্যপান করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক সমীক্ষায় জানা গেছে, ভারতে মদ্যপায়ীদের মধ্যে ৭.৫ শতাংশ মহিলা, এবং তারা প্রধানত বাড়িতে বসে মদ্যপান করেন।
advertisement
4/9
ত্রিপুরা:আগে এই রাজ্যে ৯.৬ শতাংশ মহিলা মদ্যপান করতেন, যা এখন কমে ০.৮ শতাংশে পৌঁছেছে।
ত্রিপুরা:আগে এই রাজ্যে ৯.৬ শতাংশ মহিলা মদ্যপান করতেন, যা এখন কমে ০.৮ শতাংশে পৌঁছেছে।
advertisement
5/9
ঝাড়খণ্ড:আগে এই রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার ছিল ৯.৯ শতাংশ, যা এখন নেমে এসেছে ০.৩ শতাংশে।
ঝাড়খণ্ড:আগে এই রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার ছিল ৯.৯ শতাংশ, যা এখন নেমে এসেছে ০.৩ শতাংশে।
advertisement
6/9
সিকিম:১৫-৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মাত্র ০.৩ শতাংশ মদ্যপান করেন, যা আগে ১৯.১ শতাংশ ছিল। অর্থাৎ এখানে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
সিকিম:১৫-৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মাত্র ০.৩ শতাংশ মদ্যপান করেন, যা আগে ১৯.১ শতাংশ ছিল। অর্থাৎ এখানে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
advertisement
7/9
মেঘালয়: এখানে ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে ৮.৭ শতাংশ অ্যালকোহল সেবন করেন। এটি অসমের তুলনায় কম হলেও জাতীয় গড় ১.২ শতাংশের তুলনায় অনেক বেশি।
মেঘালয়: এখানে ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে ৮.৭ শতাংশ অ্যালকোহল সেবন করেন। এটি অসমের তুলনায় কম হলেও জাতীয় গড় ১.২ শতাংশের তুলনায় অনেক বেশি।
advertisement
8/9
অসম: এই রাজ্যে ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে ২৬.৩ শতাংশ মদ্যপান করেন, যা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি।
অসম: এই রাজ্যে ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে ২৬.৩ শতাংশ মদ্যপান করেন, যা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি।
advertisement
9/9
অরুণাচল প্রদেশ:মহিলাদের মধ্যে মদ্যপানের হার কমলেও বর্তমানে ৩.৩ শতাংশ। তবে পুরুষদের মধ্যে মদ্যপানের হার ৫৯ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। which state has maximum women who drinks alcohol do you know Highest female alcohol consumption state in India
অরুণাচল প্রদেশ:মহিলাদের মধ্যে মদ্যপানের হার কমলেও বর্তমানে ৩.৩ শতাংশ। তবে পুরুষদের মধ্যে মদ্যপানের হার ৫৯ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
advertisement
advertisement
advertisement