সেই দিক গুরুত্ব রেখে ছাত্র ছাত্রীদের সিনেমা বানানোর কাজে অনুপ্রেরণা দিতে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে উদ্যোগে ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বর্ষের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।
বর্তমান সময়ে শর্টফিল্ম বানিয়ে সুপ্রতিষ্ঠিত হওয়া যেতে পাড়ে। খুব বেশি সরঞ্জাম ছাড়াও মোবাইলেও শুট করা ফিল্মও জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পারে। অল্প সময়ে এবং অল্প সরঞ্জাম ব্যবহার করে, ইদনীং এমন ছবি বহু তৈরি হচ্ছে।
advertisement
এই ফিল্ম ফেস্টিভ্যাল অংশ নেওয়া ৩০ টি শর্ট ফিল্মের মধ্যে কলেজের ছাত্র ছাত্রীদের তৈরি ফিল্মিও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগে দারুণ উৎসাহিত কলেজের ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: SSC মামলায় জয় পেল রাজ্য, নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা সব মামলা খারিজ করে দিল হাইকোর্ট!
১২ জুলাই কলেজের পথের দাবি অডিটরিয়ামে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্ধোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অরুণ ব্যানার্জি। প্রদর্শনীতে দেশ – বিদেশের মিলিয়ে মোট ৩০টি শর্ট ফিল্ম দেখান হবে বলে জানিয়েছেন অধ্যাপক গোবিন্দ প্রসাদ বর্মণ। বিকেল ৩টা থেকে ফেস্টিভ্যাল চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
রাকেশ মাইতি