SSC Case in High Court: SSC মামলায় জয় পেল রাজ্য, নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা সব মামলা খারিজ করে দিল হাইকোর্ট!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC Case in High Court: রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত ১০ নম্বরের আর্জি মানল আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনেও। নতুন SSC পরীক্ষা নিয়ে আর কী নির্দেশ আদালতের?
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি লড়াইয়ে স্বস্তি রাজ্যের৷ নতুন নিয়োগ বিধির একাংশকে মান্যতা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে।
advertisement
রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত ১০ নম্বরের আর্জি মানল আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনেও।
advertisement
নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা হয়, তাতে একটি পার্ট অর্থাৎ এই পরীক্ষায় কেবল যোগ্যরাই বসতে পারবেন, অযোগ্যরা নন, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ।
advertisement
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস-এর ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পুরো নির্দেশই বহাল রেখেছে।
advertisement
দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। এইটুকু বাদে বুধবার এসএসসি নতুন রুলের বিজ্ঞপ্তি সিদ্ধান্ত বহাল থাকল আদালতে। বয়স জনিত পরীক্ষার বিজ্ঞপ্তিও বহাল থাকল।
advertisement
advertisement
রায় ঘোষণার পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ''এটা রাজ্যের বড় জয়! রাজ্যের অধিকারকে মান্যতা দিল আদালত। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়া মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। অযৌক্তিক আবেদন আদালত মেনে নেয়নি। গত ন’বছরের মধ্যে কত জন এসেছেন, তাঁদের কথাও বিবেচনা করতে হবে।'' রিপোর্টার-- অর্ণব হাজরা)