Bangla News: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ রেখেছেন মালদহের বাবা-মা! অদ্ভুত এই ঘটনার কারণ কী? শুনেই গা রি-রি করে উঠবে!

Last Updated:

Bangla News: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রহস্যজনক ভাবে মৃ*ত্যু হয় ছাত্রের। ময়নাতদন্তের পর আ*ত্মহ*ত্যা বলে জানায় পুলিশ। কিন্তু পরিবার এই রিপোর্ট মানতে নারাজ।

ছেলের দেহ বাড়ির ফ্রিজে রাখলেন বাবা-মা
ছেলের দেহ বাড়ির ফ্রিজে রাখলেন বাবা-মা
মালদহ: ১৪ দিন আগেই মৃত্যু হয়েছে ছেলের তবে আজও শেষকৃত্য করেনি পরিবার। কারণ জানলে অবাক হবেন। প্রায় ১৪ দিন আগে মালদহের মানিকচকের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক ছাত্রের।
পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন মৃত ছাত্রের পরিবার। ঘটনায় ছেলের মৃতদেহ ময়নাতদন্ত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার কথা জানায় পরিবারকে। তবে সেই কথা মানতে নারাজ হয় পরিবার। সঠিক ময়নাতদন্তের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয় পরিবার। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত বাড়িতেই ফ্রিজে এবং বরফের মধ্যে রাখা হয় ছেলের মৃতদেহ।
advertisement
আরও পড়ুন: SSC মামলায় জয় পেল রাজ্য, নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা সব মামলা খারিজ করে দিল হাইকোর্ট!
মৃতের বাবা প্রেম কুমার মণ্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়নাতদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত দেহ সৎকার হবে না। ময়নাতদন্তের রিপোর্টে কোনও রকম গাফিলতি হলে আবার ময়নাতদন্ত করতে হবে বলে দাবি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। এরপর উচ্চ আদালতের মামলা করার প্রায় ১৪ দিন পর হাইকোর্টের নির্দেশ আসে পুনরায় ময়নাতদন্তের জন্য।হাইকোর্ট নির্দেশ দিয়েছে মৃতদেহ কল্যাণী এইমস-এ এনে নতুন করে ময়নাতদন্তে করাতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
এ প্রসঙ্গে মালদহ জেলা আদালতের আইনজীবী অভিজিৎ মিশ্র বলেন, “হাইকোর্টের নির্দেশে আমরা যতটুকু জানতে পেরেছি, বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে কল্যাণী এইমস-এ নিয়ে গিয়ে মৃতদেহটি পুনরায় ময়নাতদন্ত করানো হোক। মানিকচক থানার আইসি-কে মৃতদেহটি নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
তিনি আরও বলেন, “আমাদের দাবি ছিল সেন্ট্রাল এজেন্সি দিয়ে পুনরায় ময়নাতদন্ত করানোর। সেই মতো হাইকোর্টের নির্দেশ এসেছে। আমরা চাই আগামী দিনে যেন এইরকম ঘটনা না ঘটে। তাই সেই বেসরকারি প্রতিষ্ঠানকে যেন একেবারে বন্ধ করা হোক। এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হোক।”
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ রেখেছেন মালদহের বাবা-মা! অদ্ভুত এই ঘটনার কারণ কী? শুনেই গা রি-রি করে উঠবে!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement