ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত ট্যুইট করেছেন রিচা৷ সম্প্রতি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী PoK পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিয়ে প্রস্তুত। সেই ট্যুইটের উত্তর দিয়ে রিচা চাড্ডাও করলেন পোস্ট৷ আর সেই পোস্ট ঘিরেই বিতর্ক৷ কী বলেছিলেন সেই পোস্টে?
advertisement
আরও পড়ুন : কলকাতায় ট্রামে চড়ে হুল্লোড় বরুণ-কৃতির! সঙ্গ দিলেন প্রসেনজিৎ
এই বক্তব্য উদ্ধৃত করে রিচা চাড্ডা টুইটারে লিখেছেন, 'গালওয়ান হাই বলছে'। তাঁর এই গালওয়ান রেসপন্স ২০২০-এর গালওয়ান সংঘর্ষকে নির্দেশ করেছে৷ সেই ভয়াবহ ঘটনায় ২০ জন ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিলেন৷ চিনের ৩৫ থেকে ৪০ সেনাবাহিনী মৃত হয়েছিলেন৷
রিচা বিবৃতিতে তার প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন এবং সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন : অমিতাভের খুদে ভক্ত! সুপারস্টারের বাড়ির নিরাপত্তা বলয় টপকে পায়ে লুটিয়ে পড়ে কী চায় বলতে সে?
লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রীর পূর্ববর্তী ভাষণকে উল্লেখ করে তৈরি করা হয়েছিল৷ সেখানে তিনি পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) ফিরিয়ে নেওয়ার জন্য নয়া দিল্লিতে সংকল্প নিয়েছিলেন৷ বলেছিলেন যে সমস্ত শরণার্থী তাঁদের জমি এবং বাড়ি ফিরে পাবে।
বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেছেন, রিচা চাড্ডার বক্তব্য ফিরিয়ে নেওয়া উচিত। পরবর্তীতে সমস্ত রিপ্লাইের অপশন বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী।
https://www.youtube.com/watch?v=rHnZwRLKw4w&t=31s
অবশেষে ক্ষমা চাইলেন অভিনেত্রী।