অমিতাভের খুদে ভক্ত! সুপারস্টারের বাড়ির নিরাপত্তা বলয় টপকে পায়ে লুটিয়ে পড়ে কী চায় বলতে সে?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchans Fan : বয়স তার চার। বাউন্সারদের নজর এড়িয়ে বিগ বি-র সামনে সটান হাজির। কিন্তু কেন করল সে এমন ঘটনা?
অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে এক বিরল ঘটনা। সুদুর ইন্দোর থেকে দেখা করতে এসেছে এক খুদে ভক্ত। বয়স তার চার। বাউন্সারদের নজর এড়িয়ে বিগ বি-র সামনে সটান হাজির। কিন্তু কেন করল সে এমন ঘটনা?
advertisement
অমিতাভ বচ্চন তাঁর ভক্তদের দেখা দিতে বাইরে এসে হাত নাড়ছেন। পা গলানো যাবে না এমন ভির। তারমধ্যেই ব্যারিকেটের মধ্যে দিয়ে বাউন্সারদের নজর এড়িয়ে বিগ বি-র সামনে সটান হাজির সেই খুদে। তাঁর ছবির 'ডন'-কে যে খাতায় এঁকেছে অতি যত্ন করে। তাতে একটা অটোগ্রাফ থাকবে না সুপারস্টারের? আঁকাতে একটা সই করে দিতেই হবে বচ্চন স্যারকে। একবার বিগ-বি-এর পা স্পর্শ করে দেখবে সে।
advertisement
advertisement
অমিতাভের সাম্প্রতিক ব্লগ পোস্ট পড়লে জানা যাবে, তিনি লিখেছেন, ‘এই ছোট্ট বাচ্চাটা এসেছে সেই ইন্দোর থেকে। চার বছর বয়স ডন ছবিটাও দেখেছে। আর সেই থেকে ওর ইচ্ছা আমার সঙ্গে দেখা করবার। ছবির সংলাপ ওর মুখস্থ। আমাকে দেখে চোখের জল ধরে রাখতে পারিনি, এসে পায়ে লুটিয়ে পড়ল। যেটা আমার একদম ভালো লাগে না কিন্তু….’।