advertisement
একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে নোরা ভারতীয় পতাকা ধরেছেন, যা উল্টো। এই ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে, নেটিজেনরা নোরাকে ট্রোলড করেছেন। একজন নেটমাধ্যমে বলেছেন, 'তিরাঙ্গা ঠিক করে ধরো', অপর একজন জানান, 'ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন নোরা ম্যাডাম?'৷ অন্য একজন জানিয়েছেন, 'নিজের নাচ দেখতে গেছ দেখো, তিরঙ্গার অপমান কেন?'।
আরও পড়ুন : কাতারের স্টেডিয়ামে বাজছে নোরার গান! দর্শককূলের প্রতিক্রিয়ায় মুগ্ধ অভিনেত্রী
অন্যদিকে, এমনও কিছু ভক্ত ছিলেন যাঁরা ফিফা বিশ্বকাপ কাতারে নোরা ফাতেহির নাচ-গানের প্রশংসা করেছিলেন, হৃদয় এবং হাততালি দিয়ে ইমোজি দিয়ে তা বুঝিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন : বাড়ির সামনে কাতারে কাতারে ভক্তের ভিড়! জন্মদিনে এ এক অন্য 'জিত'-এ যাওয়ার গল্প, দেখুন ভিডিও
প্রসঙ্গত, নোরা ফতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর ম্যাচ দেখতে কাতারে গিয়েছিলেন। সেখানে টুর্নামেন্টে নোরার গাওয়া থিম গান বাজছিল। 'লাইট দ্য স্কাই' গানে গম গম করে উঠেছিল কাতারের বিশ্বকাপের মঞ্চ। সেই গানে গাইতে এবং নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। বিশ্বকাপ খেলা চলাকালীন স্টেডিয়ামে তাঁর গান বাজানো হলে নোরাকে দেখা যায় মুগ্ধ হয়ে যেতে। এই ঘটনাটি একটা ভিডিওতে ধরে রাখেন তিনি, যা ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন তিনি।