TRENDING:

জাতীয় পতাকা বিতর্কে এবার নাম জড়়াল নোরা ফতেহির! কী এমন ঘটল বিশ্বকাপে?

Last Updated:

Nora Fatehi : নোরা ভারতীয় পতাকা ধরেছেন, যা উল্টো। নেটিজেনরা নোরাকে ট্রোলড করেছেন তা নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: নোরা ফতেহি সম্প্রতি ফিফা ফ্যানফেস্টে পারফর্ম করেছেন। যেখানে তিনি বলিউডের অনেক গানে নাচ করেছেন এবং ভারতীয় পতাকাও নেড়েছেন মঞ্চে দাঁড়িয়ে। তবে ভুল উপায়ে তিরাঙ্গা পতাকা ধরায় অনলাইনে ট্রোলড হয়েছেন ‘দিলবার’গার্ল।
advertisement

advertisement

একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে নোরা ভারতীয় পতাকা ধরেছেন, যা উল্টো। এই ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে, নেটিজেনরা নোরাকে ট্রোলড করেছেন। একজন নেটমাধ্যমে বলেছেন, 'তিরাঙ্গা ঠিক করে ধরো', অপর একজন জানান, 'ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন নোরা ম্যাডাম?'৷ অন্য একজন জানিয়েছেন, 'নিজের নাচ দেখতে গেছ দেখো, তিরঙ্গার অপমান কেন?'।

advertisement

আরও পড়ুন : কাতারের স্টেডিয়ামে বাজছে নোরার গান! দর্শককূলের প্রতিক্রিয়ায় মুগ্ধ অভিনেত্রী

অন্যদিকে, এমনও কিছু ভক্ত ছিলেন যাঁরা ফিফা বিশ্বকাপ কাতারে নোরা ফাতেহির নাচ-গানের প্রশংসা করেছিলেন, হৃদয় এবং হাততালি দিয়ে ইমোজি দিয়ে তা বুঝিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন : বাড়ির সামনে কাতারে কাতারে ভক্তের ভিড়! জন্মদিনে এ এক অন্য 'জিত'-এ যাওয়ার গল্প, দেখুন ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, নোরা ফতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর ম্যাচ দেখতে কাতারে গিয়েছিলেন। সেখানে টুর্নামেন্টে নোরার গাওয়া থিম গান বাজছিল। 'লাইট দ্য স্কাই' গানে গম গম করে উঠেছিল কাতারের বিশ্বকাপের মঞ্চ। সেই গানে গাইতে এবং নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। বিশ্বকাপ খেলা চলাকালীন স্টেডিয়ামে তাঁর গান বাজানো হলে নোরাকে দেখা যায় মুগ্ধ হয়ে যেতে। এই ঘটনাটি একটা ভিডিওতে ধরে রাখেন তিনি, যা ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জাতীয় পতাকা বিতর্কে এবার নাম জড়়াল নোরা ফতেহির! কী এমন ঘটল বিশ্বকাপে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল