TRENDING:

আরিয়ানের জীবনে প্রেমের বসন্ত! মরক্কো-সুন্দরীর প্রেমে হাবুডুবু শাহরুখ-পুত্র

Last Updated:

দু'জনকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু। এক নেটিজেনের দাবি, ইদানীং করণ জোহর এবং তাঁর ঘনিষ্ঠ বৃত্তের সঙ্গে নোরার সখ্য বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে এক সময়ে উত্তাল ছিল বলিউড। তবে এখন সে সব অতীত। গুঞ্জন, নোরা ফতেহিকে মন দিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। আপাতত দু'জনের রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে।
advertisement

দিন কয়েকের জন্য মুম্বই ছেড়েছিলেন আরিয়ান। দুবাই থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে তাঁর হইহুল্লোড়ের ছবি ঘুরপাক খেয়েছে নেটমাধ্যমেও। তবে আরিয়ান একা নন, সেই একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন নোরা।শাহরুখ-পুত্র যেখানে লেন্সবন্দি হয়েছেন, ঠিক একই জায়গায় ছবি তুলেছেন তিনিও। দু'জনে একসঙ্গে কোনও ছবি না দিলেও দু'য়ে দু'য়ে চার করে নিয়েছেন অনুরাগীরা। তাঁরা মনে করছেন, দুবাইয়ে একসঙ্গে অবসর যাপন করছেন ২৫-এর শাহরুখ-পুত্র এবং ৩০-এর মরক্কো-সুন্দরী।

advertisement

আরও পড়ুন: ছেড়ে গিয়েও ফের রাজের কাছে ফিরলেন পরী, হুমকিও অব্যাহত! ওপার বাংলা তোলপাড়

আরও পড়ুন: বছরের শুরুতে বিয়ের খবর, শেষে বিচ্ছেদের, কেন রাজকে ছেড়ে বেরিয়ে এলেন পরী? রইল দম্পতির ভালবাসা মাখা ছবি

advertisement

দু'জনকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু। এক নেটিজেনের দাবি, ইদানীং করণ জোহর এবং তাঁর ঘনিষ্ঠ বৃত্তের সঙ্গে নোরার সখ্য বেড়েছে। শুধু তাই নয়। দুবাইয়ে নববর্ষের পার্টিতে আরিয়ানের সঙ্গে নৈশভোজ করতেও দেখা যায় তাঁকে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নোরা এবং আরিয়ান, দু'জনেই আপাতত ব্যস্ত কাজ নিয়ে। বলিউডে হাতেখড়ির প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ-পুত্র। অন্য দিকে, নোরার হাতেও একাধিক গান এবং ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আরিয়ানের জীবনে প্রেমের বসন্ত! মরক্কো-সুন্দরীর প্রেমে হাবুডুবু শাহরুখ-পুত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল