তবে সম্প্রতি মীনাক্ষীর একটি পোস্ট নতুন করে চর্চায় এসেছে। নিজের সাদা-কালো একটি ছবি দিয়ে মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন তিনি। আর তাতেই চিন্তিত নেটিজেনদের একাংশ। অনেকেই মনে করছেন, মানসিক ভাবে বিপর্যস্ত তিনি। পোস্টটি দেখে অনেকে ইঙ্গিতপূর্ণ মনে করলেও হ্যারি পটার অনুরাগীরা বিষয়টি ভালই বুঝেছেন। মীনাক্ষী লেখেন, 'টুগেদার, দে মেক ওয়ান, 'মাস্টার অফ ডেথ''।
advertisement
আরও পড়ুন: হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না... ফেসবুক পোস্টে কেন এমনটা লিখলেন দুর্নিবারের স্ত্রী মোহর!
আরও পড়ুন: অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই
হ্যারি পটারে 'মাস্টার অফ ডেথ'-এর প্রসঙ্গে এসেছে একাধিক বার। মীনাক্ষী নিজেও একজন 'পটারহেড' (হ্যারি পটারের অনুরাগীদের এই নামে ডাকা হয় )। নিজের গলায় 'হ্যারি পটার'-এর 'ডেথলি হ্যালোজ'-এর প্রতীকটি ট্যাটু করিয়েছেন তিনি। সকলকে সেটি জানাতেই সেই ছবি দেন মীনাক্ষী।
বিয়ের কয়েক দিন আগে প্রাক্তনকে কটাক্ষ করে পোস্ট দিয়েছিলেন মীনাক্ষী। কিন্তু দুর্নিবার-মোহরের বিয়ের দিন অন্তরালেই ছিলেন তিনি। নেটমাধ্য়মেও কোনও পোস্টও দেখা যায়নি তাঁর। তবে দুর্নিবারের সঙ্গে পুরনো ছবি এখনও ইনস্টাগ্রামে মুছে ফেলেননি তিনি।