Oindrila Sen Post: হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না... ফেসবুক পোস্টে কেন এমনটা লিখলেন দুর্নিবারের স্ত্রী মোহর!

Last Updated:
২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্যশিল্পী। কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে। লোকে বলেন, বিবাহবিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি, মোহর সেন। কিন্তু মোহর বা দুর্নিবার সে অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।
1/6
গত ৯ মার্চ দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন তথা মোহরের সঙ্গে বিয়ে ঘটা করে। পাঁচতারা হোটেলে চাঁদের হাট বসেছিল।
গত ৯ মার্চ দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন তথা মোহরের সঙ্গে বিয়ে ঘটা করে। পাঁচতারা হোটেলে চাঁদের হাট বসেছিল।
advertisement
2/6
২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্যশিল্পী। কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে। লোকে বলেন, বিবাহবিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি, মোহর সেন। কিন্তু মোহর বা দুর্নিবার সে অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।
২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্যশিল্পী। কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে। লোকে বলেন, বিবাহবিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি, মোহর সেন। কিন্তু মোহর বা দুর্নিবার সে অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।
advertisement
3/6
বিয়ের পর নদম্পতির বন্ধুদের পোস্ট করা ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু মোহর বা দুর্নিবার কেউই বিয়ের ছবি পোস্ট করেননি। তবে বিয়ের কয়েক দিন বাদে মুখ খুললেন গায়ক। এবার সরাসরি ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে তিনি কটাক্ষকারীদের পাল্টা কটাক্ষে নামলেন।
বিয়ের পর নদম্পতির বন্ধুদের পোস্ট করা ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু মোহর বা দুর্নিবার কেউই বিয়ের ছবি পোস্ট করেননি। তবে বিয়ের কয়েক দিন বাদে মুখ খুললেন গায়ক। এবার সরাসরি ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে তিনি কটাক্ষকারীদের পাল্টা কটাক্ষে নামলেন।
advertisement
4/6
ছবির সঙ্গে নিজেই হ্যাশট্যাগ ব্যবহার করলেন, ‘দুর্নিমোহর’। এই একই হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁদের বন্ধুদের। তবে কি তাঁদের প্রেমকে কটাক্ষকে বাঁচাতেই এই হ্যাশট্যাগের প্রচলন ঘটালেন সবাই মিলে? মন্তব্য বাক্সে যাঁরা তাঁকে দুষতে এসেছেন, তাঁদেরকেও পাল্টা জবাব দিয়েছেন গায়ক।
ছবির সঙ্গে নিজেই হ্যাশট্যাগ ব্যবহার করলেন, ‘দুর্নিমোহর’। এই একই হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁদের বন্ধুদের। তবে কি তাঁদের প্রেমকে কটাক্ষকে বাঁচাতেই এই হ্যাশট্যাগের প্রচলন ঘটালেন সবাই মিলে? মন্তব্য বাক্সে যাঁরা তাঁকে দুষতে এসেছেন, তাঁদেরকেও পাল্টা জবাব দিয়েছেন গায়ক।
advertisement
5/6
বিয়েতে নিজের মেয়ের বিয়ের মতোই সমস্ত দায়িত্ব পালন করেছিলেন প্রসেনজিৎ। অতিথি আপ্যায়ণ, বরকে গাড়ি পাঠানো, কনের হাত ধরে মণ্ডপ পর্যন্ত নিয়ে আসা, কন্যাসম সহকারীর বিয়েতে প্রসেনজিতের ভূমিকায় মুগ্ধ হয়েছেন ভক্তরা।
বিয়েতে নিজের মেয়ের বিয়ের মতোই সমস্ত দায়িত্ব পালন করেছিলেন প্রসেনজিৎ। অতিথি আপ্যায়ণ, বরকে গাড়ি পাঠানো, কনের হাত ধরে মণ্ডপ পর্যন্ত নিয়ে আসা, কন্যাসম সহকারীর বিয়েতে প্রসেনজিতের ভূমিকায় মুগ্ধ হয়েছেন ভক্তরা।
advertisement
6/6
বিয়ের বেশ কিছুদিন পরে, আজ শুক্রবার মোহর লেখেন, হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না৷ কেন জানেন? আপনাদের জন্য৷ পাত্তা দিচ্ছি ভাববেন না৷ নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিয়েছি এবং দেব৷
বিয়ের বেশ কিছুদিন পরে, আজ শুক্রবার মোহর লেখেন, হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না৷ কেন জানেন? আপনাদের জন্য৷ পাত্তা দিচ্ছি ভাববেন না৷ নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিয়েছি এবং দেব৷
advertisement
advertisement
advertisement