এরই মধ্যে কাজল শেয়ার করেছেন ছেলে যুব দেবগণের একটি ভিডিও। লাল পাড়ের সোনালি রঙের একটা শাড়ি পরেছেন কাজল। গায়ে আঁচল দেওয়া। যুগ পরেছে লাল রঙেরই একটা পাঞ্জাবি। ভোগের পাত্র হাতে ধরে রেখেছেন কাজল। আর খাবার পরিবেশন করছে ছোট্ট যুগ। কাজল ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'আমি খুব গর্ব বোধ করছি, আমার ছেলে যুগ খাবার পরিবেশন করেছে দুর্গাপুজোতে তাই… এভাবেই বজায় থাকুক ঐতিহ্য।'
advertisement
আরও পড়ুন: সেজেগুজে স্কুল বাসের অপেক্ষায় কুকুরের দল, মন ভাল করা এক ভাইরাল ভিডিও
ছবিতে কমেন্ট করে ভালবাসা জানিয়েছেন মাসি তনিশা। মুম্বইয়ের সবথেকে পুরনো এবং অভিজাত পুজোর মধ্যে অন্যতম মুখোপাধ্যায় বাড়ির পুজো। অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর-আলিয়া, অনুরাগ বসুদের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন। বর্তমানে এই পুজোর আয়োজন হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। যিনি কিনা সম্পর্কে কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা হন।
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে বিপুল নিয়োগ, দারুণ সুযোগ জানুন
অতিমারীর জন্য গত ২ বছর পুজোর আয়োজনের কলেবরে ভাঁটা পড়লেও এবার জমজমাট আয়োজন। ষষ্ঠীর দিন থেকেই মা তনুজা ও বোন তানিশাকে নিয়ে মণ্ডপে উপস্থিত বলিউড সুপারস্টার কাজল। সপ্তমীর দিন নায়িকাকে দেখা গেল বাসন্তী রঙের শাড়ি পরে সেজেগুজে প্যান্ডেলে সবার সঙ্গে আড্ডা দিতে। ছেলে যুগও ছিল মা-মাসির সঙ্গে। হাজার হাজার মানুষ আসেন এই পুজোয়। ঢেলে ভোগ খাওয়ানো হয়।