সেজেগুজে স্কুল বাসের অপেক্ষায় কুকুরের দল, মন ভাল করা এক ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
Last Updated:
পোষ্যপ্রেম থাক আর না-ই থাক, ভিডিও সোশ্যাল মিডিয়ার ইউজারদের মধ্যে জনপ্রিয় হতে দেরি হয়নি।
#নয়াদিল্লি: সেজেগুজে বসে আছে সবাই। পিঠে তাদের হরেক ডিজাইনের, হরেক রঙের স্কুলব্যাগ। কারওটায় বিখ্যাত ব্র্যান্ডের লোগো, তো কারওটায় আবার স্কুলব্যাগে অতি চেনা মিকি মাউসের উপস্থিতি। কেউ আবার একটা মাত্র ছবিতে ক্ষান্ত নয়, তার পিঠের ব্যাগে হরেক কার্টুন ক্যারেকটারের সগৌরব উপস্থিতি। একজন তো আবার মাথায় একটা টুপিও দিয়েছে। তফাত বলতে বুকে তাদের স্কুল ব্যাজ নেই, বদলে আছে গলায় হলুদ রঙের ব্যান্ডেনা। ওখানেই লেখা তাদের নাম, প্রজাতির বিশদ বিবরণ।
প্রজাতি? এই শব্দটায় এসে ঠেকে গেলে সত্যের অপলাপ না করে জানিয়ে দিতেই হয় যে এরা আমাদের দ্বিপদী খুদে নয়। এরা চতুষ্পদ, শ্রেণিবলতে সারমেয়। তাদেরই নানা প্রজাতি ভিড় করে এক বাড়ির গালচের ওপরে বসে উসখুস করছে স্কুল বাসের জন্য। এই ভিডিও এখন নেটদুনিয়ায় জটায়ুর ভাষায় 'হট কচুরি'!
advertisement
advertisement
Waiting for the dog school bus.. 😅 🎥 IG: victoriadw619 pic.twitter.com/5ymcPweRnl
— Buitengebieden (@buitengebieden) October 1, 2022
হবে না-ই বা কেন! সারমেয়দের নিয়ে যে সব ভিডিও সাধারণত ভাইরাল হয়, সেখানে আমরা তাদের লাফঝাঁপ, রাস্তা দিয়ে সাঁইসাঁই করে গাড়ি চালিয়ে যাওয়া, প্রভুভক্তি- এর বাইরে বড় কিছু একটা তো আর দেখি না। কিন্তু এই ভিডিও একেবারে তাদের নিজস্ব, তাদের কথা বলে। ফলে পোষ্যপ্রেম থাক আর না-ই থাক, ভিডিও সোশ্যাল মিডিয়ার ইউজারদের মধ্যে জনপ্রিয় হতে দেরি হয়নি।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে বিপুল নিয়োগ, দারুণ সুযোগ জানুন
ভিডিওটি ট্যুইটারে আপলোড করা হয়েছে বিটেঞ্জবিডেন নামের এক প্রোফাইল থেকে, জানা যাচ্ছে যে ইউজারের আইজি হল ভিক্টোরিয়াডিডবলু৬১০৯। তিনি এই ভিডিও আপলোড করে সঙ্গে লিখে দিয়েছেন- 'ডগ স্কুল বাসের অপেক্ষায়'! আমাদের খুদেদের যেভাবে লাইনে দাঁড় করানো হয়, এখানে সেই নিয়ম মানা হয়েছে। গোটা নয়েক চতুষ্পদের মধ্যে একেবারপে সামনের সারিতে আছে অপেক্ষাকৃত ছোট আয়তনের প্রজাতি, পরের দিকে বড়সড় চেহারা যারা- সবাই বেশ আহ্লাদেই শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে।
advertisement
এখনও পর্যন্ত এই ভিডিওর ভিউ ২.২ মিলিয়ন, ৭১ হাজার লাইক পড়েছে এতে, ৬৫০০ ইউজার এটা রিট্যুইট করেছেন। সারমেয়প্রেম এর মূল কারণ হতেও পারে, তবে এই ভিডিও থেকে আমাদের কিছু শেখার আছে বইকি। নিজেদেরও শেখার আছে, আছে বাড়ির ছোটদেরও শেখানোরও- লাইনে কীভাবে ঠেলাঠেলি না করে শান্ত হয়ে থাকতে হয়, এখনও কি আমরা শিখব না?
Location :
First Published :
October 03, 2022 5:37 PM IST