শেট্টি জানিয়েছেন, মাত্র একবার সুশান্ত সিং রাজপুত তাঁর সঙ্গে দেখা করেছেন ৷ সেই সময়ে অনিদ্রাজনিত সমস্যার জন্য চিকিৎসায় তাঁর ক্লিনিকে গিয়েছিলেন ৷
সূত্রের খবর, মুম্বই পুলিশকে দেওয়া এক বয়ানে শেট্টি জানিয়েছেন ২০১৪ সালে সুশান্ত তাঁর কাছে দেখাতে গিয়েছিলেন কোনও অ্যাপোয়েন্টমেন্ট ছাড়াই ৷ সেই সময়ে ক্লিনিকে খুব ভিড় ছিল তাঁর রোগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়নি, তিনিও বলতে পারেননি সমস্ত কথা ৷ বিস্তারিত চিকিৎসায় জন্য পরে ফের যাওয়ার কথা বলেছিলেন সুশান্ত৷ অনিদ্রার জন্য চেকআপ করা হয়েছিল যদিও সেই সময়ে তাঁর কোনও সমস্যা ছিল না ৷
advertisement
শেট্টি আরও জানিয়েছেন, সুশান্ত বললেও দ্বিতীয়বার চিকিৎসা করাতে যাননি তাঁর ক্লিনিকে ৷ তিনি জানিয়েছেন, প্রথমবার দেখা হওয়ার পরে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল ৷ তাঁর মানসিক অবসাদের ফলে কি কোনও ভাবে আত্মহত্যার সম্ভাবনা তৈরি হয়েছে? কোনও বিষয়ে আত্ঙ্ক আছে কি না? খুদামান্দ বোধ করেন কিনা? আর ঘুম ঠিক করে আসছে কি না? এই সমস্ত প্রশ্নের পরে সুশান্তকে বেশ কিছু জিনিস প্রেসক্রাইব করা হয়েছিল ৷ তিনি চাইতেন রোগীকে নিয়মিত চিকিৎসা করতে ৷ প্রয়োজনে অন্য কোনও মনোবিদকে দেখানোর পরামর্শ দিয়েছিলেন ৷
