নিউজ18 বাংলাকে টুটুল বললেন, ''১০০ বছর হল মা সারদার মৃত্যুর। এর মাঝে রামকৃষ্ণকে ছবি হয়েছে, রানি রাসমণিকে নিয়েও ছবি হয়েছে। কিন্তু মা সারদাকে নিয়ে আগে ছবি হয়নি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জয়রামবাটি গিয়ে রামকৃষ্ণ দেব এবং সারদামণির বংশধরদের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক তথ্য পেয়েছি।''
সারদামণি কখনও জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন, কখনও কালীরূপে, জঙ্গল পেরিয়ে দক্ষিণেশ্বর যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন, এই সমস্ত ঘটনাকে তুলে ধরবেন বর্ষীয়ান পরিচালক। মায়ের ৬ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রার কথা জানতে পারবেন দর্শক।
advertisement
মা সারদার সেজ ভাইয়ের নাতি মঙ্গলময় মুখোপাধ্যায় (৬০) এই ছবিতে গান গাইবেন, যার রেকর্ডিংও হয়ে গিয়েছে গত কাল, বৃহস্পতিবার। তা ছাড়া এই গানটি ছবিতে তাঁর ঠোঁটেই শোনা যাবে। কোনও একটি চরিত্রে অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন: নওয়াজউদ্দিনকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না বলি তারকার বাবা!
চক্র প্রোডাকশন প্রযোজিত 'মা সারদা' ছবিতে আরও তিনটি গান রয়েছে। একটি গাইবেন মুম্বইয়ের গায়িকা পামেলা জৈন, সনজিৎ মণ্ডল এবং স্নিগ্ধা দাস। ছবির সুরকার নির্ভীক গোস্বামী এবং গীতিকার স্নিগ্ধা দাস।
আরও পড়ুন: বড় ঘোষণা মীরের! আকাশবানীতে প্রথম দিনের অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন তিনি
'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে মা সারদার ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ্তা সেনকে। এ বারও কি তাঁকেই মুখ্য ভূমিকায় দেখা যাবে? পরিচালক জানালেন, মা সারদার চরিত্রে নতুন অভিনেত্রীকে নেওয়া হবে। এক জন ষাটোর্ধ অভিনেত্রী মা সারদার ভূমিকায় অভিনয় করবেন। এ ছাড়া ৬ বছর এবং ১৪ বছর বয়সি মা সারদার চরিত্রেও দেখা যাবে নতুন অভিনেত্রীদের। এখনও শিল্পী নির্বাচন চলছে।