নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ''অনুষ্ঠানের আগের দিন আমাকে মেসেজ করে জানানো হয়েছে, আমি যেন অনুষ্ঠান স্থলে না যান। যদি আমি উপস্থিত থাকি, তাহলে আমার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না পুলিশ। কারণ নির্দিষ্ট একটি দলের লোকজন এসে নিয়ে সমস্যা তৈরি করেছে। আয়োজকরা জানিয়েছেন, তাঁদের দাবি, এই বিষয় নিয়ে বা ওনির থাকলে এই সভা আটকে দেওয়া হবে। কিন্তু কারা এই সভা আটকে দিল বা আমাকে নিয়ে যে কিসের সমস্যা, কিছুই বুঝতে পারছি না।''
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ! ফাঁস বাদশার সম্পত্তির পরিমাণ!
আরও পড়ুন: ছিলেন রাখি, হলেন ফতিমা? আদিলের সঙ্গে বিয়ের ছবিতে নাম পরিবর্তন নিয়ে শোরগোল!
ট্যুইটারে ওনির লিখেছেন, 'এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমাকে যাওয়া থেকে আটকে দেওয়া হল দেখে খুব খারাপ লাগছে। সেখানে নাকি একটি দলের লোকজন এসে হুমকি দিয়েছে। আর পুলিশ নাকি বলেছে, আমি যদি অনুষ্ঠানে যাই, আমার সুরক্ষার নিশ্চয়তা দিতে পারবে না। তাই অনুষ্ঠান বাতিল করা হল।'
যদিও ওনির নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি পরে শুনতে পেয়েছেন, অনুষ্ঠান হয়েছে, কিন্তু ওনিরকে ছাড়া। ঘটনাটির ব্যাখ্যা খোদ পরিচালকের কাছেও নেই। এদিকে অনুষ্ঠানের পোস্টারে ওনিরের ছবি দিয়ে লেখা ছিল, 'আমি ওনির, আমি গে'।