TRENDING:

Director Onir: সমকামিতা নিয়ে অনুষ্ঠান, গেলেই প্রাণসংশয়! ভোপালে আমন্ত্রণ বাতিল পরিচালক ওনিরের

Last Updated:

Director Onir: ট্যুইটারে ওনির লিখেছেন, 'এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমাকে যাওয়া থেকে আটকে দেওয়া হল দেখে খুব খারাপ লাগছে। সেখানে নাকি একটি দলের লোকজন এসে হুমকি দিয়েছে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: ভোপাল লিটারেচার অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল-এর আলোচনা সভায় আমন্ত্রিত ছিলেন মুম্বইয়ের বাঙালি পরিচালক ওনির। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে সরে যেতে বাধ্য করা হয়। সভায় আলোচনার বিষয়বস্তু ছিল 'মেকিং লিটারেচার এলজিবিটিকিউ (LGBTQ) নিউট্রাল'। সেখানেই বাঙালি পরিচালকের রাস্তা আটকে দেওয়া হল। শুক্রবার, ১৩ জানুয়ারি, সকালে এই অনুষ্ঠান ছিল ভোপালে।
পরিচালক ওনির
পরিচালক ওনির
advertisement

নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ''অনুষ্ঠানের আগের দিন আমাকে মেসেজ করে জানানো হয়েছে, আমি যেন অনুষ্ঠান স্থলে না যান। যদি আমি উপস্থিত থাকি, তাহলে আমার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না পুলিশ। কারণ নির্দিষ্ট একটি দলের লোকজন এসে নিয়ে সমস্যা তৈরি করেছে। আয়োজকরা জানিয়েছেন, তাঁদের দাবি, এই বিষয় নিয়ে বা ওনির থাকলে এই সভা আটকে দেওয়া হবে। কিন্তু কারা এই সভা আটকে দিল বা আমাকে নিয়ে যে কিসের সমস্যা, কিছুই বুঝতে পারছি না।''

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ! ফাঁস বাদশার সম্পত্তির পরিমাণ!

আরও পড়ুন: ছিলেন রাখি, হলেন ফতিমা? আদিলের সঙ্গে বিয়ের ছবিতে নাম পরিবর্তন নিয়ে শোরগোল!

ট্যুইটারে ওনির লিখেছেন, 'এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমাকে যাওয়া থেকে আটকে দেওয়া হল দেখে খুব খারাপ লাগছে। সেখানে নাকি একটি দলের লোকজন এসে হুমকি দিয়েছে। আর পুলিশ নাকি বলেছে, আমি যদি অনুষ্ঠানে যাই, আমার সুরক্ষার নিশ্চয়তা দিতে পারবে না। তাই অনুষ্ঠান বাতিল করা হল।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

যদিও ওনির নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি পরে শুনতে পেয়েছেন, অনুষ্ঠান হয়েছে, কিন্তু ওনিরকে ছাড়া। ঘটনাটির ব্যাখ্যা খোদ পরিচালকের কাছেও নেই। এদিকে অনুষ্ঠানের পোস্টারে ওনিরের ছবি দিয়ে লেখা ছিল, 'আমি ওনির, আমি গে'।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Director Onir: সমকামিতা নিয়ে অনুষ্ঠান, গেলেই প্রাণসংশয়! ভোপালে আমন্ত্রণ বাতিল পরিচালক ওনিরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল