Shah Rukh Khan: বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ! ফাঁস বাদশার সম্পত্তির পরিমাণ!

Last Updated:
শাহরুখের পরে নাম রয়েছে টম ক্রুজের। তার পরে আছেন জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো অভিনেতারা। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬২০ মিলিয়ন ডলার, ৫২০ মিলিয়ন ডলার, ৫০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলার।
1/7
'মিলিয়ন ডলার পারসোনালিটি'! সেই শাহরুখ খান। সেই বাদশা, কিং খান। আলোড়ন ফেলে দিল ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স ডেটা সদ্যই একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে প্রথম পাঁচ জনের মধ্যে নাম ভারতের একজনেরই। তিনি শাহরুখ।
'মিলিয়ন ডলার পারসোনালিটি'! সেই শাহরুখ খান। সেই বাদশা, কিং খান। আলোড়ন ফেলে দিল ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স ডেটা সদ্যই একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে প্রথম পাঁচ জনের মধ্যে নাম ভারতের একজনেরই। তিনি শাহরুখ।
advertisement
2/7
তিন দশক ধরে সেলুলয়েডে দর্শকদের মনে প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন। কেবল ভারতে নয়, তাঁর জনপ্রিয়তার জল গড়িয়েছে সারা বিশ্বে। বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাদশার নাম। জানেন তাঁর সম্পত্তির পরিমাণ? জানেন তাঁর সঙ্গে ঈর কার কার নাম রয়েছে এই তালিকায়?
তিন দশক ধরে সেলুলয়েডে দর্শকদের মনে প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন। কেবল ভারতে নয়, তাঁর জনপ্রিয়তার জল গড়িয়েছে সারা বিশ্বে। বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাদশার নাম। জানেন তাঁর সম্পত্তির পরিমাণ? জানেন তাঁর সঙ্গে ঈর কার কার নাম রয়েছে এই তালিকায়?
advertisement
3/7
শাহরুখ যেখানে চার নম্বরে, সেখানে আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড দখল করেছেন প্রথম স্থান। বিশ্বের সবথেকে ধনী অভিনেতা জেরি। তাঁর সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার।
শাহরুখ যেখানে চার নম্বরে, সেখানে আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড দখল করেছেন প্রথম স্থান। বিশ্বের সবথেকে ধনী অভিনেতা জেরি। তাঁর সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার।
advertisement
4/7
কিন্তু দেশের অভিনেতাদের মধ্যে একমাত্র শাহরুখের নাম উঠেছে এই তালিকায়। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। তিনিই এশিয়া মহাদেশের সবথেকে ধনী অভিনেতা।
কিন্তু দেশের অভিনেতাদের মধ্যে একমাত্র শাহরুখের নাম উঠেছে এই তালিকায়। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। তিনিই এশিয়া মহাদেশের সবথেকে ধনী অভিনেতা।
advertisement
5/7
ডোয়েইন জনসন, টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো দুনিয়ার তাবড় তাবড় তারকার নামও রয়েছে এই তালিকায়। দ্বিতীয় ধনীতম অভিনেতা টাইলারের সম্পত্তির পরিমাণও ১ বিলিয়ন। তৃতীয় স্থান অধিকার করা ডোয়েইনের সম্পত্তির পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার।
ডোয়েইন জনসন, টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো দুনিয়ার তাবড় তাবড় তারকার নামও রয়েছে এই তালিকায়। দ্বিতীয় ধনীতম অভিনেতা টাইলারের সম্পত্তির পরিমাণও ১ বিলিয়ন। তৃতীয় স্থান অধিকার করা ডোয়েইনের সম্পত্তির পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার।
advertisement
6/7
মুম্বইয়ে যে অট্টালিকায় তিনি থাকেন, সেই 'মন্নত' আসলে অন্যতম মূল্যবান বাড়ি। তথ্য সূত্রে, এই বাড়ির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। শাহরুখের ভ্যানের দামই ৫ কোটি। বলিউড তারকাদের কারও কাছে এত দামি ভ্যানিটি ভ্যান নেই।
মুম্বইয়ে যে অট্টালিকায় তিনি থাকেন, সেই 'মন্নত' আসলে অন্যতম মূল্যবান বাড়ি। তথ্য সূত্রে, এই বাড়ির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। শাহরুখের ভ্যানের দামই ৫ কোটি। বলিউড তারকাদের কারও কাছে এত দামি ভ্যানিটি ভ্যান নেই।
advertisement
7/7
শাহরুখের পরে নাম রয়েছে হলি তারকা টম ক্রুজের। তার পরে আছেন জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো অভিনেতারা। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬২০ মিলিয়ন ডলার, ৫২০ মিলিয়ন ডলার, ৫০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলার।
শাহরুখের পরে নাম রয়েছে হলি তারকা টম ক্রুজের। তার পরে আছেন জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো অভিনেতারা। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬২০ মিলিয়ন ডলার, ৫২০ মিলিয়ন ডলার, ৫০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলার।
advertisement
advertisement
advertisement