Rakhi Sawant: ছিলেন রাখি, হলেন ফতিমা? আদিলের সঙ্গে বিয়ের ছবিতে নাম পরিবর্তন নিয়ে শোরগোল!

Last Updated:
rakhi sawant fatima: চুপিসারে বিয়ে সেরেছেন রাখি-আদিল। রেজিস্ট্রারের অফিসের কিছু ছবি পোস্ট করেছিলেন রাখি। কোথাও দেখা যাচ্ছে, রেজিস্ট্রি পেপারে সই করছেন যুগল, কোথাও একে অপরের গলায় মালা পরাচ্ছেন।
1/9
বিয়ে করলেন রাখি সাওয়ান্ত। তবে এই নামের কি আর অস্তিত্ব আছে? তিনি কি রাখি সাওয়ান্ত নাকি ফতিমা? বলি তারকার বিয়ের কিছু ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে তোলপাড়।
বিয়ে করলেন রাখি সাওয়ান্ত। তবে এই নামের কি আর অস্তিত্ব আছে? তিনি কি রাখি সাওয়ান্ত নাকি ফতিমা? বলি তারকার বিয়ের কিছু ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে তোলপাড়।
advertisement
2/9
বিয়ের ছবিতে দেখা গিয়েছে, ম্যারেজ সার্টিফিকেটে রাখি সাওয়ান্তের নামের জায়গায় লেখা রাখি সাওয়ান্ত ফতিমা। তবে কি প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ের পর নিজের নাম বদলে নিলেন তারকা?
বিয়ের ছবিতে দেখা গিয়েছে, ম্যারেজ সার্টিফিকেটে রাখি সাওয়ান্তের নামের জায়গায় লেখা রাখি সাওয়ান্ত ফতিমা। তবে কি প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ের পর নিজের নাম বদলে নিলেন তারকা?
advertisement
3/9
চুপিসারে বিয়ে সেরেছেন রাখি-আদিল। রেজিস্ট্রারের অফিসের কিছু ছবি পোস্ট করেছিলেন রাখি। কোথাও দেখা যাচ্ছে, রেজিস্ট্রি পেপারে সই করছেন যুগল, কোথাও একে অপরের গলায় মালা পরাচ্ছেন।
চুপিসারে বিয়ে সেরেছেন রাখি-আদিল। রেজিস্ট্রারের অফিসের কিছু ছবি পোস্ট করেছিলেন রাখি। কোথাও দেখা যাচ্ছে, রেজিস্ট্রি পেপারে সই করছেন যুগল, কোথাও একে অপরের গলায় মালা পরাচ্ছেন।
advertisement
4/9
বিগ বস মারাঠি ৪-এর পর রাখিকে প্রথম আদিলের সঙ্গেই প্রকাশ্যে দেখা গিয়েছিল। রীতেশের সঙ্গে ব্রেক-আপের পরই আদিলের সঙ্গে প্রেম শুরু করেন রাখি সাওয়ান্ত। মাইসোরের ব্যবসায়ী আদিল খান দুরানি।
বিগ বস মারাঠি ৪-এর পর রাখিকে প্রথম আদিলের সঙ্গেই প্রকাশ্যে দেখা গিয়েছিল। রীতেশের সঙ্গে ব্রেক-আপের পরই আদিলের সঙ্গে প্রেম শুরু করেন রাখি সাওয়ান্ত। মাইসোরের ব্যবসায়ী আদিল খান দুরানি।
advertisement
5/9
কিন্তু আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু সে কথা প্রকাশ্যে আনেননি কেউই। সূত্রের খবর, প্রায় ৭ মাস আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছে।
কিন্তু আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু সে কথা প্রকাশ্যে আনেননি কেউই। সূত্রের খবর, প্রায় ৭ মাস আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছে।
advertisement
6/9
এরই মাঝে আদিলকে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন। মনে করা হয়, নিজের পরিবারের চাপে মুখ খুলতে রাজি নন।
এরই মাঝে আদিলকে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন। মনে করা হয়, নিজের পরিবারের চাপে মুখ খুলতে রাজি নন।
advertisement
7/9
যদিও দু'দিন আগে রাখি ছবিগুলি পোস্ট করে লিখেছেন, 'অবশেষে, আমি খুব খুশি এবং উত্তেজিত। বিয়ে করেছি। আমার প্রেম তোমার জন্য চিরকাল শর্তহীন থাকবে আদিল।'
যদিও দু'দিন আগে রাখি ছবিগুলি পোস্ট করে লিখেছেন, 'অবশেষে, আমি খুব খুশি এবং উত্তেজিত। বিয়ে করেছি। আমার প্রেম তোমার জন্য চিরকাল শর্তহীন থাকবে আদিল।'
advertisement
8/9
সোমবার রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খবর দেন মা জয়া সাওয়ান্তের হাসপাতালে ভর্তি হওয়ার। তিনি জানান, মায়ের ব্রেন টিউমার ও ক্যানসার ধরা পড়েছে।
সোমবার রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খবর দেন মা জয়া সাওয়ান্তের হাসপাতালে ভর্তি হওয়ার। তিনি জানান, মায়ের ব্রেন টিউমার ও ক্যানসার ধরা পড়েছে।
advertisement
9/9
সবেমাত্র বিগ বস মারাঠির ঘর থেকে বেরিয়ে এসেছেন তিনি। আর তখনই পান এই খবর। ভিডিওতে হাউহাউ করে কাঁদতে দেখা গেল রাখিকে। সকলের কাছে তিনি অনুরোধ রাখলেন তাঁর মায়ের হয়ে প্রার্থনা করার।
সবেমাত্র বিগ বস মারাঠির ঘর থেকে বেরিয়ে এসেছেন তিনি। আর তখনই পান এই খবর। ভিডিওতে হাউহাউ করে কাঁদতে দেখা গেল রাখিকে। সকলের কাছে তিনি অনুরোধ রাখলেন তাঁর মায়ের হয়ে প্রার্থনা করার।
advertisement
advertisement
advertisement