গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় আড়াই বছরের সম্পর্ক স্বস্তিকার। সে কথা সবাই জানে। রিয়েলিটি শো-এর সঞ্চালক রচনাও সেই কথা মাথায় রেখেই ধমক দিলেন স্বস্তিকাকে। নায়িকাকে বিয়ের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ''বিয়ে-টিয়ে হবে না আমার দ্বারা।'' তাতে রচনার ধমক, ''বিয়ে করবি না? ঘুরে বেড়াবি!'' লজ্জা পেয়ে স্বস্তিকার উত্তর, ''আমার টেনশন হয়!'' রচনা অবাক হয়ে প্রশ্ন করেন, ''কিসের জন্য?''
advertisement
স্বস্তিকার জবাবে জানা গেল, সবেতেই তাঁর দুশ্চিন্তা হয়। রচনার 'দিদি নম্বর ওয়ান'-এ আসার আগেও তিনি বেশ আতঙ্কিত ছিলেন। আর সে কারণেই তাঁকে এই শো-তে খুব বেশি দেখা যায় না। শো-এর বিভিন্ন পর্বের খেলাগুলো মায়ের সঙ্গে অনুশীলন করে ফেলেছেন এখানে আসার আগে।
কিন্তু রচনা তো ছাড়ার পাত্রী নন। শোভনের কথা সরাসরি না তুলে মজা করে বললেন, ''গান-টান শোনা হচ্ছে তো?'' আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় স্বস্তিকার 'পেটে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে।'
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
তবে বিয়ে নিয়ে স্বস্তিকা যে একেবারেই ভাবছেন না, তা কিন্তু নয়। কারণ নিজের মুখেই বিয়ের পরিকল্পনা খোলসা করলেন নায়িকা। তাঁর ইচ্ছে, বিয়ে করলে লোকজনকে না খাইয়ে সেই টাকা জমিয়ে কোথাও ঘুরতে যাবেন। তাঁর এই পরিকল্পনা শুনে রচনা অট্টহাসি হেসে ওঠেন সেই মঞ্চে।
নতুন মেগা শুরু হয়েছে স্বস্তিকার। স্বস্তিকার সঙ্গে এই ধারাবাহিকে দেখা যাবে শুভঙ্কর সাহাকে। রোজ রাত সাড়ে নটায় জি বাংলায় পর্দায় স্বস্তিকার দেখা পাওয়া যাবে নতুন অবতারে।