বুধবার 'ধুলোকণা'-র শেষ পর্বের শ্যুট হয়েছে। সূত্রের খবর, সে দিনই সেটে গিয়ে শিল্পীরা ধারাবাহিকটি শেষ হওয়ার কথা জানতে পারেন। তার আগে এ বিষয়ে কাউকেই কিছু জানানো হয়নি।
বিগত কয়েক সপ্তাহে নয়া মোড় নেয় লালন-ফুলঝুরির আখ্যান। তার পরেও টিআরপি-র দৌড়ে নিজের জায়গা বজায় রেখেছিল ধারাবাহিকটি। তা হলে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
advertisement
নিউজ18 বাংলাকে 'অঙ্কুর' তথাগত মুখোপাধ্যায় বলেন, "আচমকাই ধারাবাহিক বন্ধ হয়েছে। কিন্ত এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা আমার জানা নেই।"
আরও পড়ুন : বহু চেষ্টাতেও হয়নি সন্তানধারন, অবশেষে ৫৩ জন সন্তানের জন্মদাতার সঙ্গে যৌন সঙ্গমে মা হলেন যুবতী
আরও পড়ুন: লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী
মন খারাপ শ্বেতা মিশ্রর। 'ধুলোকণা'র সঙ্গেই 'চড়ুই'-এরও পথ চলা থামল। তাঁর কথায়, "ধারাবাহিক কেন বন্ধ হচ্ছে আমরা তা জানি না। কিন্তু সহকর্মীদের জন্য মন খারাপ হবে। কাল সেটে গিয়ে সকলের সঙ্গে দেখা করে এসেছি।"
টিআরপি-র চাপ নাকি অন্য কোনও কারণ? কেন আচমকা বন্ধ হচ্ছে ধারাবাহিক? আপাতত টেলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে এমনই অনেক প্রশ্ন। সম্ভবত চলতি মাসেই সম্প্রচারিত হবে 'ধুলোকণা'-র শেষ পর্ব।