TRENDING:

Deepika Padukone in Bikini: আংটায় বাঁধা শরীরের ভার, দীপিকার মহার্ঘ্য সাঁতারপোশাকের দাম চমকে দেওয়ার মতোই

Last Updated:

Deepika Padukone in Bikini: এই ছবির শ্যুটিঙে তাঁকে দেখা গিয়েছে চোখ ধাঁধাঁনো বিকিনিতে৷ একটি ফোটোশ্যুটে নায়িকার দেহ বল্লরী ধরা দিয়েছে নিওন হলুন সমুদ্রপোশাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ‘পাঠান’-এর শ্যুটিঙে স্পেনে সম্প্রতি পাপারাজ্জিদের লেন্সবন্দি হলেন দীপিকা পাড়ুকোন৷ এই ছবির শ্যুটিঙে তাঁকে দেখা গিয়েছে চোখ ধাঁধাঁনো বিকিনিতে৷ একটি ফোটোশ্যুটে নায়িকার দেহ বল্লরী ধরা দিয়েছে নিওন হলুন সমুদ্রপোশাকে৷
ফেব্রুয়ারির গোড়ায় ‘ফিল্মফেয়ার’ পত্রিকার প্রচ্ছদে দীপিকা পরেছিলেন হলুদ রঙেরই অন্য একটি স্নানপোশাক
ফেব্রুয়ারির গোড়ায় ‘ফিল্মফেয়ার’ পত্রিকার প্রচ্ছদে দীপিকা পরেছিলেন হলুদ রঙেরই অন্য একটি স্নানপোশাক
advertisement

৩৬ বছর বয়সি নায়িকাকে ইদানীং শকুন বাত্রার ‘গেহরাইয়াঁ’ ছবিতে দেখা গিয়েছে সৈকতপোশাকসুলভ সাজে৷ সামাজিক মাধ্যমে দীপিকার যে বিকিনি সাজ প্রকাশিত হয়েছে, সেখানে তিনি পরে আছেন ওয়ানপিস স্যুইম স্যুট৷ অ্যাসিমেট্রিক্যাল পোশাকটির রং উজ্জ্বল হলুদ৷ সেল্ফ টাই স্ট্র্যাপ ছাড়াও পোশাকটির বিশেষত্ব সোনালি রঙের বড় একটি আংটা৷ শোনা যাচ্ছে ভারতীয় মুদ্রায় এই স্নানপোশাকের দাম প্রায় ২৬ হাজার টাকা৷ (Deepika Padukone in Bikini)

advertisement

হলুদ মোনোকিনির পাশাপাশি দীপিকাকে সম্প্রতি দেখা গিয়েছে সাদাকালো বিকিনি টপ ও ম্যাচিং সারঙে৷ এই পোশাকের সঙ্গে তাঁর চুল চূড়া করে বেঁধে রেখেছিলেন তিনি৷ এক হাতে ধাতুর চুরি এবং কানে ভারী ঝোলা দুল ছাড়া দীপিকা ছিলেন আভরণহীন৷

আরও পড়ুন : দোলে রং খেলে ত্বক চরম ক্ষতিগ্রস্ত? পার্লারে না গিয়ে ত্বক সারিয়ে তুলুন এই ঘরোয়া উপকরণগুলিতে

advertisement

ফেব্রুয়ারি থেকেই দীপিকাকে দেখা যাচ্ছে লাস্যময়ী সৈকতপোশাকে৷ ফেব্রুয়ারির গোড়ায় ‘ফিল্মফেয়ার’ পত্রিকার প্রচ্ছদে দীপিকা পরেছিলেন হলুদ রঙেরই অন্য একটি স্নানপোশাক৷ এর সঙ্গে কন্ট্রাস্ট হিসেবে ছিল উজ্জ্বল গোলাপি রঙের জ্যাকেট৷

আরও পড়ুন : বাজারে প্যাকেটজাত পণ্যের কৃত্রিম স্বাদ নয়, সন্তানকে দিন ঘরে তৈরি প্রোটিন শেক

আরও পড়ুন : যৌন সম্পর্কে অনীহা? যৌন ক্ষমতা বৃদ্ধি করতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘গেহরাইয়াঁ’-র প্রোমোশনে দীপিকার ছবি ভাইরাল হয়ে পড়েছিল নেট দুনিয়ায়৷ সেখানে কমলা রঙের সাঁতারপোশাকে তিনি আন্ডারওয়াটার শ্যুট করেছিলেন৷ সুইমিং পুলের ঘন নীল জলের সঙ্গে কমলা সাঁতার পোশাকের কম্বিনেশন ছিল অনবদ্য৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone in Bikini: আংটায় বাঁধা শরীরের ভার, দীপিকার মহার্ঘ্য সাঁতারপোশাকের দাম চমকে দেওয়ার মতোই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল