TRENDING:

Oscars 2023 Deepika Padukone: দীপিকার 'অস্কারজয়ী' সাজে মুগ্ধ গোটা বিশ্ব, শরীরে এবার নতুন ট্যাটু, আর নয় 'আরকে'!

Last Updated:

Oscars 2023 Deepika Padukone: এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা। তার পরনে ছিল কালো রঙের লং ড্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লস অ্যাঞ্জেলস: ভারতের জন্য এই অস্কার গর্বের শীর্ষে। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন
advertisement

কিন্তু কেবল পুরস্কার হাতে নেওয়াই নয়, ভারতের প্রতিনিধি হয়ে উপাস্থাপক হিসেবে আমন্ত্রিত ছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁর উপস্থিতি ভারতের অন্যতম গর্বের কারণ। গত ফিফা বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে সমাদৃত দেশের নায়িকা।

দীপিকা পাড়ুকোন

তাঁর সাজে মুগ্ধ গোটা বিশ্ব। আর তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা। তার পরনে ছিল কালো রঙের লং ড্রেস।

advertisement

অফ শোল্ডার ড্রেস। হাতে কালো রঙেরই গ্লাভস। গ্লাভসের উপর দিয়ে আঙুলে আংটি পরেছেন তিনি। গলায় কেবল একটি হার। চুল বাঁধা টানটান করে। ইনস্টাগ্রামে সেই ছবিগুলি নিজেই পোস্ট করেছেন দীপিকা। অনেকটা যেন ৮০-র দশকের হলিউড নায়িকা।

তবে তাঁর দেওয়া ইনস্টাগ্রাম স্টোরি নজর কেড়েছে ভক্তদের। প্রথমবার নিজের নতুন ট্যাটু দেখালেন তিনি। ঘাড়ের কাছে ছোট্ট একটি লেখা। এই ট্যাটু কি চিরকালের মতো শরীরের সঙ্গে যুক্ত হয়ে গেল? নাকি চাইলেই তিনি সেটি মুছে ফেলতে পারবেন? তা অবশ্য স্পষ্ট নয়।

advertisement

আরও পড়ুন: সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি

আরও পড়ুন: ৭টি পুরস্কার 'এভরিথিং এভরিহোয়্যার'-এ, তাও হারাতে পারল না 'স্লামডগ মিলিয়ানেয়ার'কে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রণবীর কাপুরের সঙ্গে প্রেম করাকালীন  ‘আরকে’ ট্যাটু করিয়েছিলেন ঘাড়ে। কিন্তু প্রেমে মত্ত দীপিকাকে ছেড়ে গিয়েছেন রণবীর। প্রেমিক চলে গেলেও ট্যাটু মুছে ফেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি যথাসম্ভব সেই ট্যাটু ঢেকে রাখেন বাইরে গেলে। কিন্তু ট্যাটুর কথা কেউই ভোলেননি। ২০১৬ সালে বিচ্ছেদের পর প্রথমবার নতুন ট্যাটু দেখালেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023 Deepika Padukone: দীপিকার 'অস্কারজয়ী' সাজে মুগ্ধ গোটা বিশ্ব, শরীরে এবার নতুন ট্যাটু, আর নয় 'আরকে'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল