হোম /খবর /বিনোদন /
৭টি পুরস্কার 'এভরিথিং এভরিহোয়্যার'-এ, তাও হারাতে পারল না 'স্লামডগ মিলিয়ানেয়ার'কে

Oscars 2023: ৭টি পুরস্কার 'এভরিথিং এভরিহোয়্যার'-এ, তাও হারাতে পারল না 'স্লামডগ মিলিয়ানেয়ার'কে

এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

ভারতের জন্য এই অস্কার খুবই গর্বের। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে।

  • Share this:

লস অ্যাঞ্জেলস: একবারে সাতটি পুরস্কার ব্যাগে পুরল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। ২০০৮ সালের পর ‘স্লামডগ মিলিয়ানেয়ার’ মোট ৮টি অস্কার পেয়েছিল। তার পর ২০২৩ সালে এসে আবারও একাধিক ব্ল্যাক লেডি একটি ছবির ঘরে গেল।

মোট ১১টি বিভাগে এই ছবিটি মনোনীত হয়েছিল। অস্কার তালিকায় শীর্ষে নাম রইল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর। সেরা ছবির পুরস্কার পেল সায়েন্স ফিকশন ছবিটি। সেরা অভিনেত্রী হিসেবে ব্ল্যাক লেডি হাতে নিলেন মিশেল ইয়োহ। সেরা মহিলা পার্শ্বচরিত্র বিভাগে পুরস্কৃত জেমি লি কার্টিস। সেরা পুরুষ পার্শ্বচরিত্রে অস্কার নিলেন কে হুই কোয়ান।

আরও পড়ুন: সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি

আরও পড়ুন: অস্কারের মঞ্চে নজির ভারতীয়দের, ‘Naatu Naatu’ সেরা অরিজিনাল গানের পুরস্কার

সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হলেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল সাইনার্ট। যৌথ পরিচালনায় তৈরি এই ছবি। সেরা চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত আমেরিকান ছবিটি। সেরা এডিটিংয়ের অস্কারও হাতে নিয়েছেন ছবির কলাকুশলীরা।

অন্য দিকে ভারতের জন্য এই অস্কার খুবই গর্বের। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।

Published by:Teesta Barman
First published:

Tags: Oscars, Oscars 2023