অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এই ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড৷ আসলে ডিপফেক করেই এই ভিডিও বানানো হয়েছে৷ ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে৷ তবে এই ভিডিওটি মোটেই কাজলের নয় বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের৷ এই ভিডিওটিতেও কাজলের মুখ মর্ফড করে বসানো হয়েছে, যেখানে একটুখানি সময়ের মধ্যে ওই মহিলার মুখ দেখা গেছে৷ প্রতিবেদন সূত্রের খবর, আসল ভিডিওটি, গেট রেডি উইথ মি ট্রেন্ডের একটি ভিডিও ছিল,যা গত ৫ জুন টিকটকে আপলডে করা হয়েছিল৷ রশ্মিকা, ক্যাটরিনার পর এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
আর পড়ুন- পুরুষরা সাবধান! ‘এই’ ৫ অভ্যাস আজই না ছাড়লে ‘সর্বনাশ’ তো হবেই, মাশুল গুনতে হবে সারাজীবন ধরে
আর পড়ুন- চুমুক দিলেই কমবে তলপেটের মেদ! সকালে ঠিক ‘এই’ ভাবে পান করুন ‘ম্যাজিক ওয়াটার’, রোগা হবেন ৭ দিনে
রশ্মিকার ডিপফেক ভিডিও নিয়ে কম জলঘোলা হয়নি৷ তারপরই ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি পরামর্শ জারি করেছে, সমস্ত ডিপফেকগুলির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং ডিপফেক ভিডিও সরানোর কথা জানিয়েছেন৷ এছাড়াও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অভিযোগ দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে এই ধরনের কন্টেট সরানোর কথা বলা হয়েছে।
কী এই ডিপফেক ভিডিও? ডিপফেক হল নিউরাল নেটওয়ার্ক। সহজ করে বললে প্রোগ্রাম। কারও একাধিক ছবি এবং ভিডিও দিয়ে তার মুখের বৈশিষ্টগুলো এইআইকে বোঝানো হয়। তারপর অন্য কারও শরীরে বসিয়ে দেওয়া হয় সেই মুখ। এআই এতটাই নিখুঁতভাবে এই কাজ করে যে মুখ আর শরীর আলাদা করা যায় না। বর্তমানে একাধিক তারকাদের এই ডিপফেক ভিডিওই নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে৷