TRENDING:

Darlings Trailer Out: এক অদ্ভুত রহস্য-খেলায় মেতেছেন 'ডার্লিংস', পার্টনার আলিয়া-শেফালি! দেখুন টানটান ট্রেলার

Last Updated:

নায়িকা ট্রেলার শেয়ার করে লিখেছেন, 'প্রযোজক হিসেবে আমার প্রথম ছবি। খুবই উচ্ছ্বসিত একই সঙ্গে উদ্বেগও রয়েছে। ডার্লিংয়ের ট্রেলার বেরিয়েছে।'(Darlings Trailer Out)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বহু প্রতীক্ষিত ছবি 'ডার্লিংস'-এর ট্রেলার মুক্তি পেল সোমবার। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় ভার্মা। ছবির প্রযোজনাও আলিয়ার। ইনস্টাগ্রামে এই ছবির ট্রেলার শেয়ার করেছেন আলিয়া। নায়িকা ট্রেলার শেয়ার করে লিখেছেন, 'প্রযোজক হিসেবে আমার প্রথম ছবি। খুবই উচ্ছ্বসিত একই সঙ্গে উদ্বেগও রয়েছে। ডার্লিংয়ের ট্রেলার বেরিয়েছে।'(Darlings Trailer Out)
Darlings Trailer Out
Darlings Trailer Out
advertisement

নেটিজেন ইতিমধ্যেই দারুণ পছন্দ করেছে এই ট্রেলার। একটি গল্প, যাতে রয়েছে ডার্ক কমেডি। এই গোত্রের ছবি খুব একটা বলিউডে দেখা যায়নি। তবে এবার প্রযোজনা ও অভিনয় দুইয়ের দায়িত্ব নিয়ে এমনই এক ডার্ক কমেডি 'ডার্লিংস' নিয়ে হাজির আলিয়া ভাট। ছবির সহ-প্রযোজক শাহরুখ খান। এদিন মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ওটিটি ডার্ক কমেডি ছবি 'ডার্লিংস'-এর ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত করেছেন আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় ভার্মা।

advertisement

আরও পড়ুন: SSKM ছেড়ে ওড়িশার AIIMS-এ কেন? পার্থর ভুবনেশ্বর যাত্রায় কেন্দ্রের ছোঁয়া দেখছেন মমতা

আরও পড়ুন: 'সে নাকি পার্থর বন্ধু, দলের সঙ্গে কোনও যোগ নেই', নাম না করে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা

advertisement

শুরুতেই দেখা যায় আলিয়া ভাট থিয়েটারে বসে ছবি দেখছেন, সেখানে ভয়েস ওভারে শোনা যায় নদীর ধারে একটি ব্যাঙের বিশ্রাম নেওয়ার গল্প। তার একটি বিচ্ছুর সঙ্গে বন্ধুত্ব হওয়ার কথাও আসে সেই গল্পে। এই গল্পে রূপক ব্যাঙ ও বিচ্ছু হলেন আলিয়া ভাট ও বিজয় ভার্মা। এর পরই আরেকটি দৃশ্যে আলিয়া ও শেফালি শাহের প্রাণখোলা হাসি, তবে সেখানে বিভ্রান্ত চেহারায় বসে বিজয় ভার্মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। কয়েকদিন আগেই নেটফ্লিক্সের তরফে আলিয়া ও বিজয় ভার্মার ছবি শেয়ার করা হয়েছিল। সেখানে প্রশ্ন ছিল, 'একটা ব্যাঙ ও বিচ্ছু কি কোনওদিন বন্ধু হতে পারে?' ৫ অগস্ট সেই উত্তরই পাওয়া যাবে এই ছবিতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Darlings Trailer Out: এক অদ্ভুত রহস্য-খেলায় মেতেছেন 'ডার্লিংস', পার্টনার আলিয়া-শেফালি! দেখুন টানটান ট্রেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল