Mamata Banerjee Attacks BJP: SSKM ছেড়ে ওড়িশার AIIMS-এ কেন? পার্থর ভুবনেশ্বর যাত্রায় কেন্দ্রের ছোঁয়া দেখছেন মমতা

Last Updated:

এর সঙ্গে কি কেন্দ্রের অধীনে থাকার যোগ রয়েছে? সেই প্রশ্নও ছুড়েছেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee Attacks BJP)

Mamata Banerjee Attacks BJP
Mamata Banerjee Attacks BJP
#কলকাতা: বঙ্গসম্মান প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি মমতা। অন্যায় করলে তার সাজা হওয়া উচিত দাবি করে মমতার প্রশ্ন, কেন ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে? এর সঙ্গে কি কেন্দ্রের অধীনে থাকার যোগ রয়েছে? সেই প্রশ্নও ছুড়েছেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee Attacks BJP)
বিজেপি-সিপিআইএমকে কটাক্ষ করে মমতার বক্তব্য, 'কবে সারদা, নারদা, সিপিআইএমের সময় হল, ধরলেন আমাদের লোক কেন? সিঙ্গুর, নন্দীগ্রাম কেন বিচার হল না? এই সব কেসের তিন মাসের মধ্য ফাস্ট ট্রাক কোর্ট করে বিচার করতে হবে। লজ্জা লাগছিল ওড়িশাতে যেতে হবে। কেন্দ্রের যেখানে ছোঁওয়া আছে, যেতে হবে সেখানে। কেন, বাংলাতে কিছু নেই? বাংলার মানুষের অসন্মান নয়, তোমরা কি মনে করো কেন্দ্র সাধু, রাজ্যগুলো চোর? রাজ্যগুলো আছে বলে বেঁচে আছে'।
advertisement
আরও পড়ুন: 'সে নাকি পার্থর বন্ধু, দলের সঙ্গে কোনও যোগ নেই', নাম না করে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা
সোমবার সকালেই এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এইমস ভুবনেশ্বরে কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি হয়। যাঁরা পার্থর স্বাস্থ্য পরীক্ষা করেন সোমবার। এদিন বিকেলে এইমসের রিপোর্টে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট জানিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ED-র র‍্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
পার্থ চট্টোপাধ্যায়ের গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই৷ পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷ সেই অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের ইডি হেফাজতের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Attacks BJP: SSKM ছেড়ে ওড়িশার AIIMS-এ কেন? পার্থর ভুবনেশ্বর যাত্রায় কেন্দ্রের ছোঁয়া দেখছেন মমতা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement