Mamata Banerjee on Arpita Mukherjee: 'সে নাকি পার্থর বন্ধু, দলের সঙ্গে কোনও যোগ নেই', নাম না করে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একই সঙ্গে এই ঘটনায় ২১ কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার ঘটনায় উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গেও দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। (Mamata Banerjee on Arpita Mukherjee)
#কলকাতা: অপেক্ষা ছিল সকলের। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে কী বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বঙ্গবিভূষণের পুরস্কার প্রদানের মঞ্চ থেকে এসএসসি দুর্নীতিকাণ্ডে ইডির কার্যকলাপ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই ঘটনায় ২১ কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার ঘটনায় উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গেও দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। (Mamata Banerjee on Arpita Mukherjee)
এদিন পুরস্কার প্রদানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই মহিলার সঙ্গে দল, সরকারের কোনও যোগ নেই। কোনও এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সময়ের মধ্যে সত্যি এর বিচার হোক। সত্যি প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার কোনও কিছু যায় আসে না।
আরও পড়ুন: 'জয় জগন্নাথ', পুজোয় মেতে মদন মিত্র! পার্থ-আবহে নতুন পরামর্শ নেটিজেনদের
ইডি অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারির পর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়ন সঙ্ঘে অর্পিতার সঙ্গে মমতার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা অনেকেই কটাক্ষ করেছেন, অর্পিতাকে ব্যক্তিগত ভাবে চেনেন মুখ্যমন্ত্রী। এদিন বঙ্গবিভূষণের মঞ্চ থেকে সেই প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। তিনি বলেছেন, 'পুজো তে যাই। আমাকে পুজোতে ডাকে। আমি যদি না চিনি তাহলে আমি কি করব?'
advertisement
advertisement
আরও পড়ুন: ED-র র্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
মুখ্যমন্ত্রীর দাবি, 'আমি একটা প্যান্ডেলে গিয়েছি। কোনও মহিলা গিয়েছে, কী করে জানব। সে নাকি পার্থর বন্ধু। একটা মহিলাকে নিয়ে সব মহিলার অসন্মান করছে।' তাঁর কথায়, 'কেউ যদি ভুল করে থাকে তাহলে সরকার দায় নেবে না। দলও নয়। ওই মহিলার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' মমতার সাফকথা, 'কেউ যদি দোষ করে তাঁকে কেউ সাপোর্ট দেবে না। কিন্তু এই ভাবে কেউ আমার সন্মানহানি করলে তাহলে বলব, আহত সিংহ কিন্তু ভয়ংকর।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 6:11 PM IST