ইনস্টাগ্রামে একাধিক নগ্ন ছবি পোস্ট করেছেন ব্রিটনি। ক্যাপশনে লিখেছেন, 'মুক্ত মহিলা হিসেবে এমন তেজ এর আগে কখনও অনুভূত হয়নি।' ৬ জানুয়ারি নিজের ইনস্টা প্রোফাইলে এই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। মুহূর্তে সেই ছবিগুলি প্রায় ২ মিলিয়ন ভিউজ পেেয়ছে। যদিও নিজের ছবিতে কমেন্টবক্স বন্ধ করে রেখেছেন ব্রিটনি। তিনি আগেই একবার জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হওয়াতেই এমন সিদ্ধান্ত তাঁর।
advertisement
আরও পড়ুন: সর্দি-কাশি-জ্বরে ভুগছেন? কী ভাবে বুঝবেন ওমিক্রন না সাধারণ ঠান্ডা লেগেছে? জানুন
গত বছর নভেম্বরেই বাবা জেমস স্পিয়ার্সের অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়েছেন পপ সঙ্গীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। গত ১৩ বছর তিনি তাঁর বাবা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বের অধীনে ছিলেন। মদে আসক্তি-সহ নানা অনিয়মে জড়িয়ে গিয়েছিলেন এই তারকা। ফলে আদালত তাঁকে তাঁর বাবার অভিভাবকত্বে ছেড়ে দিয়েছিল। কিন্তু ১৩ বছর পর সেই অভিভাবকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি আদালত। এবং তার পরেই সেই দিনটিকে নিজের জীবনের সেরা দিন হিসেবে উল্লেখ করেছিলেন ব্রিটনি।
সেই মুক্তি পাওয়ার কথা এদিন তাঁর নগ্ন ছবির ক্যাপশনেও এসেছে। পোস্টে সেই ইঙ্গিতই দিতে চেয়েছেন তিনি। ব্রিটনি আদালতে তাঁর বাবা জেমির নির্যাতনের কথা দাবি করেছিলেন। উল্লেখ্য, ৩৯ বছর বয়সী ব্রিটনিকে ২০০৮ সালে তার পিতার অভিভাবকত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। সেখান থেকেই নভেম্বরে মুক্তি পেয়েছেন গায়িকা।