Hill Tourism | Covid 19: করোনার বাড়বাড়ন্তে পাহাড়ে বুকিং বাতিলের হিড়িক, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা! মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি

Last Updated:

দু বছর পর সবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা চলছিল, সেইসময়ে কোভিডের তৃতীয় ঢেউয়ে চরম অনিশ্চয়তা! (Hill Tourism | Covid 19)

Hill Tourism | Covid 19
Hill Tourism | Covid 19
#শিলিগুড়ি: ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। তার আগেই গত ৩ জানুয়ারি থেকে কোভিড মোকাবিলায় কড়া বিধিনিষেধ শুরু হয়েছে রাজ্যজুড়ে। যার আওতায় পড়েছে উত্তরের ডুয়ার্স ও পাহাড়ের পর্যটনও (Hill Tourism | Covid 19)। মাথায় হাত উঠেছে পর্যটন ব্যবসায়ীদের। গত ২ বছর কোভিডের বড় প্রভাব পড়েছিল পর্যটন শিল্পে। বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখ কয়েক মানুষের (Hill Tourism | Covid 19)। সবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় ছিল পর্যটনের সঙ্গে জড়িত লোকেরা।
গত গরমের ছুটির পর পুজোর মরসুম এবং বড়দিনের ছুটিতে ভিড় উপচে পড়েছিল পাহাড় থেকে ডুয়ার্সে। কার্যত রুম পাওয়াই ছিল মুশকিল। সেখানে তৃতীয় ঢেউয়ে কাবু হয়ে পড়েছে এই শিল্প (Hill Tourism | Covid 19)। ফের বন্ধ পর্যটনকেন্দ্র। তবে খোলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মিরিক। বেড়াতে এলেও ঘরবন্দী থাকতে হচ্ছে পর্যটকদের। কারণ, বন্ধ টাইগার হিল, বাতাসিয়া লুপ, চিড়িয়াখানা, মিরিক লেকে বোটিং, রোপওয়েও। আর তাই বেড়াতে এসে মন খারাপ পর্যটকদের। তার জেরেই একের পর এক আগাম বুকিং বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। এতেই দুশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। বুকিং বাতিল হলে যে পেটের খিদে বাড়বে। মেটাবে কে? প্রশ্ন তাঁদের।
advertisement
আরও পড়ুন: বরফে সাদা শ্রীনগর, তুষারশুভ্র ঘরবাড়ি-রাস্তাঘাট! দেখুন
অন্যদিকে,  ৫০ শতাংশ পর্যটক দিয়ে খোলা হোক পর্যটনকেন্দ্র। তাহলে অন্তত কিছু সংখ্যক লোক বেড়াতে আসবেন। এবারে আবহাওয়াও বেশ মনোরম। ঘোরার পক্ষে যা আদর্শ। পর্যটন ব্যবসায়ী সংগঠন এতোয়ার সভাপতি দেবাশিস মৈত্রের প্রশ্ন,  ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে যদি রেস্তোরাঁ, পানশালা, শপিং মল খোলা থাকে,  তাহলে পর্যটনকেন্দ্র নয় কেন? এই দাবি জানিয়ে, মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠালো পর্যটন ব্যবসায়ীদের সংগঠন EHTTOA (এতোয়া)।
advertisement
advertisement
আরও পড়ুন: সর্দি-কাশি-জ্বরে ভুগছেন? কী ভাবে বুঝবেন ওমিক্রন না সাধারণ ঠান্ডা লেগেছে? জানুন
শুক্রবার দার্জিলিংয়ে জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের এক প্রতিনিধি দল। পরে দার্জিলিংয়ের ম্যালেও প্ল্যাকার্ড হাতে দাবির পক্ষে সওয়াল করা হয়। একইভাবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জেলাশাসকের হাতেও স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hill Tourism | Covid 19: করোনার বাড়বাড়ন্তে পাহাড়ে বুকিং বাতিলের হিড়িক, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা! মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement