TRENDING:

Bollywood Gossip: 'আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, মাপো কার কোমর বেশি সরু', দিব্যা ভারতী প্রসঙ্গে মুখ খুললেন সোনম

Last Updated:

Bollywood Gossip: ৮০-র দশকের ত্রিদেব-খ্যাত সোনমের মনে আজও সমান জায়গা করে রেখেছেন দিব্যা ভারতী। তাঁকে নিয়ে অজানা কথা শেয়ার করলেন সোনম খান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১৯৯৩ সালে অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুতে কেঁপে গিয়েছিল গোটা দেশ। এখনও তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। তেমনই একজন বলিউডের পুরনো অভিনেত্রী সোনম খান। ৮০-র দশকের ত্রিদেব-খ্যাত সোনমের মনে আজও সমান জায়গা করে রেখেছেন দিব্যা ভারতী। তিরচি টোপেওয়ালে গানের জন্য সোনমও দর্শকের মনে চিরকালের পাকা জায়গা করে রেখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনম কথা বলেছেন দিব্যাকে নিয়ে।
সোনম ও দিব্যা
সোনম ও দিব্যা
advertisement

সোনম বলেন, ‘আজও দিব্যার কত ভক্ত রয়েছে মাঝে মাঝেই টের পাই। আমরা একই বয়সী। দিব্যা ভারতীর কত ভক্ত আমাকে এখনও মেসেজ পাঠান। আমরা একে অপরের কাজ নিয়ে কথা বলতাম, হাসতাম। কোনও প্রতিযোগিতাই ছিল না। ও জানত আমি অভিনয় করব না আর। ও খুব ভাল ছিল। আজ ও বেঁচে থাকলে, অনেকেরই ভাতে টান পড়ত।’

advertisement

আরও পড়ুন: ১২০ কেজি ওজন? বাবুর ডায়েট প্ল্যান জানলে ভুলতে পারবেন না ওকে!

বিশ্বাত্মা ছবির শ্যুটিংয়ে আফ্রিকায় একসঙ্গে কাজ করেছিলেন সোনম ও দিব্যা। সেখানকার একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। সোনম বলেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছি দুজন। কোমর দেখিয়ে দুজনেই মাপছিলাম কারটা বেশি সরু। এই ঘটনাটা খুবই মনে আছে আমার। দেখলাম ওর কোমর আমার থেকে অনেকটাই সরু ছিল।’

advertisement

আরও পড়ুন: কান্নাকাটি-চিৎকার-গালিগালাজ! মেয়ে এষার বিয়েতে পৌঁছে বাবা ধর্মেন্দ্রর এমন রূপ? জানুন সেদিন আসলে কী হয়েছিল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোনম আরো বলেন, ‘দিব্যা খুবই মজার মানুষ ছিল। ক্যামেরার সামনে এলেই ম্যাজিক করে ফেলত। সুন্দরী ও বোল্ড, দুই-ই ছিল ওঁ। মুখের উপর জবাব দিতে ছাড়ত না, সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল মানুষ হিসেবেও।’ ১৯ বছর বয়সে দিব্যা ভারতী মারা যান। কীভাবে তিনি উঁচু বহুতল থেকে পড়ে গিয়েছিলেন তা আজও রহস্য। পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে বিয়ে হয়েছিল দিব্যার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: 'আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, মাপো কার কোমর বেশি সরু', দিব্যা ভারতী প্রসঙ্গে মুখ খুললেন সোনম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল