সোনম বলেন, ‘আজও দিব্যার কত ভক্ত রয়েছে মাঝে মাঝেই টের পাই। আমরা একই বয়সী। দিব্যা ভারতীর কত ভক্ত আমাকে এখনও মেসেজ পাঠান। আমরা একে অপরের কাজ নিয়ে কথা বলতাম, হাসতাম। কোনও প্রতিযোগিতাই ছিল না। ও জানত আমি অভিনয় করব না আর। ও খুব ভাল ছিল। আজ ও বেঁচে থাকলে, অনেকেরই ভাতে টান পড়ত।’
advertisement
আরও পড়ুন: ১২০ কেজি ওজন? বাবুর ডায়েট প্ল্যান জানলে ভুলতে পারবেন না ওকে!
বিশ্বাত্মা ছবির শ্যুটিংয়ে আফ্রিকায় একসঙ্গে কাজ করেছিলেন সোনম ও দিব্যা। সেখানকার একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। সোনম বলেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছি দুজন। কোমর দেখিয়ে দুজনেই মাপছিলাম কারটা বেশি সরু। এই ঘটনাটা খুবই মনে আছে আমার। দেখলাম ওর কোমর আমার থেকে অনেকটাই সরু ছিল।’
সোনম আরো বলেন, ‘দিব্যা খুবই মজার মানুষ ছিল। ক্যামেরার সামনে এলেই ম্যাজিক করে ফেলত। সুন্দরী ও বোল্ড, দুই-ই ছিল ওঁ। মুখের উপর জবাব দিতে ছাড়ত না, সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল মানুষ হিসেবেও।’ ১৯ বছর বয়সে দিব্যা ভারতী মারা যান। কীভাবে তিনি উঁচু বহুতল থেকে পড়ে গিয়েছিলেন তা আজও রহস্য। পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে বিয়ে হয়েছিল দিব্যার।