Dharmendra Hema Malini: কান্নাকাটি-চিৎকার-গালিগালাজ! মেয়ে এষার বিয়েতে পৌঁছে বাবা ধর্মেন্দ্রর এমন রূপ? জানুন সেদিন আসলে কী হয়েছিল

Last Updated:
Dharmendra Hema Malini: ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা ও অজেইতা। পরে ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে হয়, এষা ও আহানা দেওল।
1/8
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই খবরের শিরোনাম হয়। প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত থাকাকালীনই জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙে প্রেমিকা হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই খবরের শিরোনাম হয়। প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত থাকাকালীনই জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙে প্রেমিকা হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র।
advertisement
2/8
ধর্মেন্দ্রর এমন রঙিন ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেটি এষা দেওলের বিয়ের ভিডিও।
ধর্মেন্দ্রর এমন রঙিন ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেটি এষা দেওলের বিয়ের ভিডিও।
advertisement
3/8
ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা ও অজেইতা। পরে ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে হয়, এষা ও আহানা দেওল। সম্প্রতি এষা দেওলের বিয়ের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা ও অজেইতা। পরে ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে হয়, এষা ও আহানা দেওল। সম্প্রতি এষা দেওলের বিয়ের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/8
সেই ভিডিওতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। এক রিপোর্টারের প্রশ্নে বেজায় ক্ষুব্ধ হয়ে যান অভিনেতা। রাগে-চিৎকারে ফেটে পড়েন। কিন্তু কেন? এষার বিয়েতে পৌঁছে এমন কোন প্রশ্ন করেছিলেন সেই সাংবাদিক?
সেই ভিডিওতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। এক রিপোর্টারের প্রশ্নে বেজায় ক্ষুব্ধ হয়ে যান অভিনেতা। রাগে-চিৎকারে ফেটে পড়েন। কিন্তু কেন? এষার বিয়েতে পৌঁছে এমন কোন প্রশ্ন করেছিলেন সেই সাংবাদিক?
advertisement
5/8
ভিডিওটিতে দেখা যায়, সেজেগুজে এষার বিয়ের পার্টিতে ঢুকছেন ধর্মেন্দ্র। সেখানেই তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'বোনের বিয়েতে বড় দাদারা সানি ববিকে দেখা গেল না?'
ভিডিওটিতে দেখা যায়, সেজেগুজে এষার বিয়ের পার্টিতে ঢুকছেন ধর্মেন্দ্র। সেখানেই তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'বোনের বিয়েতে বড় দাদারা সানি ববিকে দেখা গেল না?'
advertisement
6/8
এই প্রশ্ন শুনেই রাগে ফেটে পড়েন ধর্মেন্দ্র। পাল্টা সাংবাদিককে বলেন, 'আপনি বাজে কথা বলা বন্ধ করুন।'
এই প্রশ্ন শুনেই রাগে ফেটে পড়েন ধর্মেন্দ্র। পাল্টা সাংবাদিককে বলেন, 'আপনি বাজে কথা বলা বন্ধ করুন।'
advertisement
7/8
বলিউড সূত্রে খবর, এমন চিৎকারে কেঁপে যায় গোটা বিয়ের অনুষ্ঠান। কেঁদে ফেলেন এষা দেওল। বাবাকে এমন মেজাজ হারাতে দেখে স্তম্ভিত হয়ে পড়েন কনে।
বলিউড সূত্রে খবর, এমন চিৎকারে কেঁপে যায় গোটা বিয়ের অনুষ্ঠান। কেঁদে ফেলেন এষা দেওল। বাবাকে এমন মেজাজ হারাতে দেখে স্তম্ভিত হয়ে পড়েন কনে।
advertisement
8/8
হেমা মালিনীকে বিয়ে করার প্রসঙ্গে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর বলেছিলেন, 'ধর্মেন্দ্র কেন, বিশ্বের সব পুরুষই আমার চেয়ে হেমাকে বিয়ে করার জন্য উৎসাহিত হবে। মেয়েবাজ বলার কোনও প্রশ্নই নেই। ইন্ডাস্ট্রির সব নায়কই দ্বিতীয় বার বিয়ে করে বেড়াচ্ছে।'
হেমা মালিনীকে বিয়ে করার প্রসঙ্গে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর বলেছিলেন, 'ধর্মেন্দ্র কেন, বিশ্বের সব পুরুষই আমার চেয়ে হেমাকে বিয়ে করার জন্য উৎসাহিত হবে। মেয়েবাজ বলার কোনও প্রশ্নই নেই। ইন্ডাস্ট্রির সব নায়কই দ্বিতীয় বার বিয়ে করে বেড়াচ্ছে।'
advertisement
advertisement
advertisement