Bangla News: ১২০ কেজি ওজন? বাবুর ডায়েট প্ল্যান জানলে ভুলতে পারবেন না ওকে!

Last Updated:

Bangla News: শিলিগুড়ি ডাঙ্গিপাড়ার বাসিন্দা পারভেজ আলম ২ বছর ধরে লালন পালন করেছেন বাবুকে। বর্তমানে ১২০ কেজি ওজন হয়েছে তার।

+
বাবু

বাবু ও তার মালিক

শিলিগুড়ি: ১২০ কেজির ওজন “বাবু”। এই “বাবু” হল আসলে একটি খাসি। লম্বায় প্রায় ৪ ফুট। এটি মূলত শিরোহি প্রজাতির খাসি। শিলিগুড়ি ডাঙ্গিপাড়ার বাসিন্দা পারভেজ আলম ২ বছর ধরে লালন পালন করেছেন এই খাসিটিকে। বর্তমানে ১২০ কেজি ওজন হয়েছে তার।
পারভেজ জানান তাঁর জন্য প্রচুর যত্ন নিতে হয়েছে। “বাবু”র ডায়েট প্ল্যান শুনলে চমকে যাবেন আপনি। উত্তরবঙ্গে এই ওজনের খাসি আর কোথাও দেখতে পাবেন বলে মনে হবে না। এবার আসি তার ডায়েট প্ল্যানে কথায়। সকালে, চানা ৫০০ গ্রাম, কাঁঠাল পাতা, ৫ টা রুটি। তারপর বিকেলে, ১০ টা কলা, ৫০০ গ্রাম চানা, কাঁঠাল পাতা, ডাইজেস্টিভ বিস্কুট। আবার রাতে ৫ টি রুটি, হালকা উষ্ণ জল লবণ বা চিনি দিয়ে দেওয়া হয় বাবুকে। প্রতি সপ্তাহ ডাক্তার দেখানো হয়েছে তাকে। মূলত এই শিরোহি প্রজাতির খাসি পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের দিকে দেখতে পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত প্রচারের সঙ্গে আরও বড় ‘কিছুর’ প্রস্তুতি তৃণমূলে! ‘মস্তিষ্ক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের
এগুলির ওজন দেড়শ কেজি পর্যন্ত হয়ে থাকে। পারভেজের কথায় বাবুর  ওজন আরও বেশি ছিল। চলতে ফিরতে অসুবিধা হতো “বাবু”র। ডাক্তারের কথামতো ডায়েট করায় এখন সে সুস্থ অবস্থায় হাঁটাচলা করতে পারছে।পারভেজ জানান, “আমি এই খাসিটি আমাদেরই এক প্রতিবেশীর থেকে এনেছিলাম। এর বয়স প্রায় দুই বছর আমার কাছে দেড় বছর ধরে খাসিটি রয়েছে। ভালবেসে আমরা বাবু নাম দিয়েছি।”
advertisement
advertisement
আরও পড়ুন: জীবনে হারেননি তৃণমূলের অনিল পাত্র, বয়স ‘মাত্র’ ৯১! এবারেও প্রার্থী, কোথায় জানেন?
তিনি আরও জানান,” এই শিরোহি প্রজাতির খাসি হরিয়ানা রাজস্থানে দেখতে পাওয়া গেলেও। উত্তরবঙ্গে এত কেজি ওজনের খাসি আজ পর্যন্ত দেখা যায়নি।” পারভেজের কথায় সঠিক যত্ন নিলে সকলেই এমন মাপের ওজনের খাসি তৈরি করতে পারবেন।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Bangla News: ১২০ কেজি ওজন? বাবুর ডায়েট প্ল্যান জানলে ভুলতে পারবেন না ওকে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement