Mamata Banerjee: পঞ্চায়েত প্রচারের সঙ্গে আরও বড় 'কিছুর' প্রস্তুতি তৃণমূলে! 'মস্তিষ্ক' মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Mamata Banerjee: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবারের ২১ জুলাইকে বিশেষ ভাবে নজরে রেখেছে তৃণমূল কংগ্রেস।

কলকাতা: পঞ্চায়েত ভোটের প্রচারের সঙ্গেই তৃণমূল শুরু করে দিল ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে দলের তরফে। ব্যানার, পোস্টার তৈরি শুরু করার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবারের ২১ জুলাইকে বিশেষ ভাবে নজরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধী জোটের পরিস্থিতি প্রসঙ্গেও এবারের শহিদ দিবসের মঞ্চ আরও বেশি চমকপ্রদ হতে পারে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক সমাবেশ থেকে লোকসভা ভোটে লড়াইয়ের ডাক দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পরে হবে সমাবেশ। গ্রামের ভোটে ভাল ফলে আশাবাদী শাসকদল। তাই এবারের শহিদ দিবসে রেকর্ড জমায়েত হবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। ফলে পঞ্চায়েতের পাশাপাশি, ২১ জুলাইয়ের প্রস্তুতিও তুঙ্গে তৃণমূলের অন্দরে। প্রকাশিত হয়েছে ২১ জুলাইয়ের ব্যানারও।
২১ জুলাইয়ের ডাক ২১ জুলাইয়ের ডাক
advertisement
advertisement
আরও পড়ুন: জীবনে হারেননি তৃণমূলের অনিল পাত্র, বয়স ‘মাত্র’ ৯১! এবারেও প্রার্থী, কোথায় জানেন?
তবে জাতীয় রাজনীতি যে দিকেই মোড় নিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রাধিকারে থাকবে বাংলার উন্নয়ন। এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এ বার কার্যত সেই বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। গত কয়েক বছরে দলের নাম যেভাবে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে, সেই দিকটিকে গুরুত্ব দিচ্ছে দল। আগেও নেতা-কর্মীদের সাবধান করেছেন একাধিকবার। তবে শহিদ দিবের মঞ্চে কার্যত ভোকাল টনিক নিয়েই মাঠে নামতে চলেছেন জননেত্রী মমতা।
advertisement
আরও পড়ুন: নমুনা নিয়ে বাড়ি-বাড়ি তৃণমূল প্রার্থীরা! কীসের নমুনা? তাজ্জব সকলে
একুশে জুলাইয়ের কর্মসূচিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দলের যুব সংগঠনের। সে দিক থেকে একাধিকবার এই মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে এই মঞ্চ থেকে তিনি এবার কী বলেন, তা নিয়েও কৌতূহল থাকবে রাজ্যবাসীর।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পঞ্চায়েত প্রচারের সঙ্গে আরও বড় 'কিছুর' প্রস্তুতি তৃণমূলে! 'মস্তিষ্ক' মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement