TRENDING:

আমিরকে প্রেমপত্র, নিজের ছবি পাঠান আলিয়ার 'মা'! বলি অভিনেত্রীর রহস্য ফাঁস

Last Updated:

সদ্য নিজেই এই গোপন তথ্য ফাঁস করেন অভিনেত্রী। আগামী ছবির প্রচারে নিজের মুখেই স্বীকার করেন, আমিরের প্রতি তাঁর দুর্বলতা ছিল ছোট থেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দু'টি বিয়ে। দু'বার বিচ্ছেদ। তিন সন্তান। এক বলি নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন। তাঁর ব্যক্তিগত জীবনের এই সমীকরণগুলির জন্যেই একাধিক বার শিরোনাম দখল করেছেন আমির খান। সমালোচনা, ঠাট্টা, কটাক্ষের শিকার হয়েছেন বারবার।
advertisement

এরই মাঝে তাঁর আরও একটি রহস্য ফাঁস হল সম্প্রতি। জানেন, এই বলিউডেরই এক অভিনেত্রীর মন জয় করেছিলেন 'লাল সিং চড্ডা'? আমিরের প্রেমে হাবুডুবু খেয়েছেন সেই অভিনেত্রী। এমনকি নায়ককে দীর্ঘ দীর্ঘ প্রেমপত্র লিখেছেন তিনি। সঙ্গে নিজের ছবিও পাঠিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: মাকে মৃত্যুশয্যায় রেখে শ্যুটে হাসিমুখে অভিনয়! শ্রীপর্ণার লড়াই যেন আরও এক নজির

advertisement

তিনি 'আলিয়া থুড়ি বদ্রুর মা'। পর্দায় সম্প্রতি এই পরিচয়ে বেশ প্রশংসা অর্জন করেছেন অভিনেত্রী। 'ডার্লিংস'-এ আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করে শিরোনাম দখল করেছিলেন। তিনি শেফালী শাহ।

সদ্য নিজেই এই গোপন তথ্য ফাঁস করেন শেফালী। আগামী ছবির প্রচারে নিজের মুখেই স্বীকার করেন, আমিরের প্রতি তাঁর দুর্বলতা ছিল ছোট থেকেই।

advertisement

তাঁর কথায়, ''আমির খানের প্রতি ভাললাগা ছিল আমার। একবার দীর্ঘ প্রেমপত্র পাঠিয়েছিলাম। তার সঙ্গে নিজের একটা ছবিও। ছবিটা খুবই ঝাপসা ছিল। এতটাই দূরে ঝাপসা হয়ে দাঁড়িয়েছিলাম যে ঝট করে দেখে কেউ বলতেই পারবে না যে এক জন কেউ আছে সেখানে।''

আরও পড়ুন: সামান্থাকে বিয়ে না করে উপায় ছিল না নাগার! কেন? বিস্ফোরক প্রাক্তন স্বামী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

প্রসঙ্গত, আমিরের 'রঙ্গীলা'তে ডেবিউ করার কথা ছিল শেফালীর। কিন্তু মাঝপথে সেই কাজটি ছেড়ে দেন অভিনেত্রী। পরে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন শেফালী। ফিরে আসেন ছবির দুনিয়ায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমিরকে প্রেমপত্র, নিজের ছবি পাঠান আলিয়ার 'মা'! বলি অভিনেত্রীর রহস্য ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল