সম্প্রতি অভিনেতার ‘ফতেহ’ রিলিজ করেছে। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন সোনু। অভিনয়ও করেছেন। সেই নিয়েই হাজির হয়েছিলেন শুভঙ্কর মিশ্রর পডকাস্টে। ছবি নিয়ে কথায় কথায় ভাগ করে নিলেন শাহরুখ এবং সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও।
advertisement
সোনু দেখেছেন, সলমন খোলস ছেড়ে খুব একটা বেরন না। কিন্তু শাহরুখ দিলদরিয়া। অভিনেতার কথায়, “দু’জনের সঙ্গেই চুটিয়ে কাজ করেছি। মজাও করেছি খুব। কিন্তু শাহরুখের সঙ্গে কাজ করা অন্যরকমের অভিজ্ঞতা। মজা অনেক বেশি। আমরা অনেক ঘুরেছি। লন্ডন, আমেরিকা। একটা চার্টার্ড ফ্লাইট ছিল। আমরা পাঁচ-ছয় জন ঘুরতাম। খুব মজা হত। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। গেমসও খেলতাম।”
সলমন একটু চাপা স্বভাবের। এমনটাই মনে হয়েছে সোনুর, “সলমন নিজেকে খুব একটা প্রকাশ করেন না। কিন্তু যদি কাউকে পছন্দ করে ফেলেন, তাহলে হৃদয় দিয়ে ভালবাসবেন। নিয়মিত খোঁজখবর নেবেন। ওই ব্যক্তি বুঝিয়ে দেবেন যে সলমন তাঁকে পছন্দ করেন।”
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না, ‘বিষের সমান’ ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
শাহরুখ একেবারে উল্টো। সোনুর কথায়, “শাহরুখ খুব ভালভাবে নিজেকে প্রকাশ করতে পারেন। তিনি যদি কিছু পছন্দ করেন, তাহলে সেটা স্পষ্ট জানিয়ে দেন।” তবে দুজনেই জানেন, আশপাশের মানুষের যত্ন কীভাবে নিতে হয়। সোনু বলছেন, “দু’জনের কমন বিষয় হল, বিপুল সাফল্য সত্ত্বেও, আশপাশের মানুষদের কীভাবে যত্ন নিতে হয় তাঁরা জানেন।”
শুক্রবার সোনুর ‘ফতেহ’ রিলিজ করেছে। অ্যাকশনধর্মী সিনেমা। নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজের মতো চরিত্রাভিনেতারা রয়েছেন। তবে সমালোচকরা খুব একটা সন্তুষ্ট নন। নিউজ18 ছবিটিকে ৩.৫/৫ স্টার দিয়েছে। যাকে বলে গড়পড়তা।
রিভিউতে লেখা হয়েছে, “সোনু সুদ অ্যাকশনে দক্ষ। কিন্তু অন-স্ক্রিনে নমনীয় হওয়া প্রয়োজন। সোনু সুদের অভিনয়ে আবেগের গভীরতা তেমন দেখা যায়নি। পরিচালক হিসেবে আপ্রাণ চেষ্টা করেছেন। তবে গল্প দুর্বল। আরও ভাল হতে পারত। অতিরিক্ত অ্যাকশন দৃশ্য ছাড়া দর্শকের পাওয়ার মতো আর কিছু নেই। চরিত্রগুলোর পিছনের গল্প সেভাবে সাজানো হয়নি। নাসিরুদ্দিন শাহ, দিব্যেন্দু ভট্টাচার্য, বিজয় রাজের মতো অভিনেতাদেরও যেন হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। জ্যাকলিন ফার্নান্ডেজের থেকেও নতুন কিছু পাওয়া যায়নি। সোনু সুদের সঙ্গে তাঁর কেমেস্ট্রিও সেভাবে জমেনি।”