Actress: ৪৫০ কোটির মালকিন, ৫ মিনিটের জন‍্য নেন ১.৫ কোটি? দুই সন্তানের বাবাকে বিয়ে, ৪০-পেরিয়েও কাঁপাচ্ছেন বলিউড! চিনতে পারছেন নায়িকাকে?

Last Updated:
Bollywood Actress: একাধিক ছবিতে অভিনয় করেছেন নায়িকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ৪৫০ কোটি টাকা। তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ আরও বেশি।
1/11
রুপোলি পর্দার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা মোটেই মুখের কথা নয়। সফল হতে গেলে করতে হয় বিভিন্ন ধরণের লড়াই। কিন্ত সফল হলে খ‍্যাতির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে যশ।
রুপোলি পর্দার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা মোটেই মুখের কথা নয়। সফল হতে গেলে করতে হয় বিভিন্ন ধরণের লড়াই। কিন্ত সফল হলে খ‍্যাতির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে যশ।
advertisement
2/11
নায়ক নায়িকাদের আয়ের অঙ্ক নিয়ে দর্শকদের মনে বরাবরই প্রবল আগ্রহ। নায়কদের চেয়ে বেশিরভাগ সময়েই নায়িকাদের পারিশ্রমিক কম হয়। এ নিয়ে বহু বিতর্কও হয়েছে।
নায়ক নায়িকাদের আয়ের অঙ্ক নিয়ে দর্শকদের মনে বরাবরই প্রবল আগ্রহ। নায়কদের চেয়ে বেশিরভাগ সময়েই নায়িকাদের পারিশ্রমিক কম হয়। এ নিয়ে বহু বিতর্কও হয়েছে।
advertisement
3/11
সমতা চেয়ে গর্জে উঠেছেন বহু নায়িকা। তবে টাকার অঙ্কে তাবড় তাবড় নায়কদেরও দিব‍্যি টেক্কা দিতে পারেন এই নায়িকা।

সমতা চেয়ে গর্জে উঠেছেন বহু নায়িকা। তবে টাকার অঙ্কে তাবড় তাবড় নায়কদেরও দিব‍্যি টেক্কা দিতে পারেন এই নায়িকা।
advertisement
4/11
একাধিক ছবিতে অভিনয় করেছেন নায়িকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ৪৫০ কোটি টাকা। তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ আরও বেশি।
একাধিক ছবিতে অভিনয় করেছেন নায়িকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ৪৫০ কোটি টাকা। তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ আরও বেশি।
advertisement
5/11
তার সৌন্দর্য, অভিনয়ের চর্চা বলিপাড়া জুড়ে। বয়স ৪০-এর কোঠা পেরোলেও গ্ল‍্যামারের দৌড়ে বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদেরও অনায়াসে টেক্কা দিতে পারেন তিনি।
তার সৌন্দর্য, অভিনয়ের চর্চা বলিপাড়া জুড়ে। বয়স ৪০-এর কোঠা পেরোলেও গ্ল‍্যামারের দৌড়ে বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদেরও অনায়াসে টেক্কা দিতে পারেন তিনি।
advertisement
6/11
এক নায়কের সঙ্গে তাঁর প্রেম নিয়ে একসময় সরগরম ছিল বলিপাড়া। একাধিক হিট ছবির পর ভেঙে যায় দু'জনের সম্পর্ক। পরে নিজের চেয়ে দশ বছরের বড় নায়ককে বিয়ে করেন তিনি। চিনতে পারছেন অভিনেত্রীকে?
এক নায়কের সঙ্গে তাঁর প্রেম নিয়ে একসময় সরগরম ছিল বলিপাড়া। একাধিক হিট ছবির পর ভেঙে যায় দু'জনের সম্পর্ক। পরে নিজের চেয়ে দশ বছরের বড় নায়ককে বিয়ে করেন তিনি। চিনতে পারছেন অভিনেত্রীকে?
advertisement
7/11
ইনি আর কেউ নন, কাপুর পরিবারের কন‍্যা করিনা কাপুর। 'কভি খুশি কাভি গম'-এর ‘পুজা’ হোক বা ‘যব ইউ মেট’-এর গীত, করিনার অভিনয় বরাবরই প্রশংসিত। গ্ল‍্যামারাস করিনার সম্পত্তির পরিমাণও নজরকাড়া।

ইনি আর কেউ নন, কাপুর পরিবারের কন‍্যা করিনা কাপুর। 'কভি খুশি কাভি গম'-এর ‘পুজা’ হোক বা ‘যব ইউ মেট’-এর গীত, করিনার অভিনয় বরাবরই প্রশংসিত। গ্ল‍্যামারাস করিনার সম্পত্তির পরিমাণও নজরকাড়া।
advertisement
8/11
তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। সূত্রের খবর অনুযায়ী, এক একটি ছবির জন‍্য দশ থেকে ১২ কোটি টাকা নেন করিনা। একটি গানের জন‍্য নেন ১.৫ কোটি টাকা। অর্থাত্‍ ৪-৫ মিনিটের একটি গানের জন‍্য তাঁর পারিশ্রমিক দেড় কোটি টাকা।
তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। সূত্রের খবর অনুযায়ী, এক একটি ছবির জন‍্য দশ থেকে ১২ কোটি টাকা নেন করিনা। একটি গানের জন‍্য নেন ১.৫ কোটি টাকা। অর্থাত্‍ ৪-৫ মিনিটের একটি গানের জন‍্য তাঁর পারিশ্রমিক দেড় কোটি টাকা।
advertisement
9/11
সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে করিনার প্রেম ছিল একসময় চর্চার কেন্দ্রবিন্দু। যদিও সেই সম্পর্ক অচিরেই ভেঙে যায়। পরে নিজের চেয়ে ১০ বছরের বড় সইফ আলি খানকে বিয়ে করেন করিনা।
সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে করিনার প্রেম ছিল একসময় চর্চার কেন্দ্রবিন্দু। যদিও সেই সম্পর্ক অচিরেই ভেঙে যায়। পরে নিজের চেয়ে ১০ বছরের বড় সইফ আলি খানকে বিয়ে করেন করিনা।
advertisement
10/11
প্রথম স্ত্রী অমৃতার সঙ্গে সইফের দুই সন্তান রয়েছে, সারা এবং ইব্রাহিম। সারা এবং ইব্রাহিমের সঙ্গেও করিনার সম্পর্ক খুবই সুন্দর।
প্রথম স্ত্রী অমৃতার সঙ্গে সইফের দুই সন্তান রয়েছে, সারা এবং ইব্রাহিম। সারা এবং ইব্রাহিমের সঙ্গেও করিনার সম্পর্ক খুবই সুন্দর।
advertisement
11/11
এখন তিনি দুই সন্তানের মা। তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহ। মা হওয়ার পর কাজের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন ‘বেবো’। তবে কাজ বন্ধ তিনি মোটেই করেননি।

এখন তিনি দুই সন্তানের মা। তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহ। মা হওয়ার পর কাজের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন ‘বেবো’। তবে কাজ বন্ধ তিনি মোটেই করেননি।
advertisement
advertisement
advertisement