কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন বিপাশা বসু । মেয়ের নাম রেখেছেন দেবী। দেখতে দেখতে তার এক মাস বয়স হল। উদযাপনেও ঘাটতি নেই। দেবীর হয়ে কেক কাটলেন তার মা - বাবা। বিপাশা এবং করণ সিং গ্রোভার।
আনন্দের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দুই তারকা । মেয়ের জন্য 'হ্যাপি বার্থ ডে' গাইলেন । তার পরেই কাটা হল কেক । দু ' জনের মুখেই উজ্জ্বল হাসি ।
advertisement
সেই ভিডিও দিয়ে বিপাশা লিখেছেন, 'যাঁরা দেবীকে এতটা ভালবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, তাদের ধন্যবাদ । আমরা কৃতজ্ঞ । 'পোস্টের শেষে 'দুর্গা দুর্গা' রব তুলেছেন মুম্বইয়ের বাঙালিনী। তাঁদের ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। পোস্টেক কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তার বন্যা।
আরও পডুন: বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ, ছেলে-পুত্রবধূর হয়ে সুখবর দিলেন চিরঞ্জীবী
আরও পড়ুন: ৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট
২০১৫ সালে ভালবেসে বিয়ে করেছিলেন বিপাসা এবং করণ। চলতি বছরের অগস্টে নায়িকার অন্ত:সত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তাঁরা। নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁদের পৃথিবী।