নভেম্বরেই 'বিবাহ অভিযান ২' -এর শ্য়ুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির শ্যুটিংয়ের বেশীরভাগটাই হবে বিদেশে। থাইল্যান্ড থেকে একাধিক ছবি পাঠিয়েছেন অভিনেতারা তাঁদের নেটমাধ্যমে। সম্প্রতি রুদ্রনীল ঘোষ তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন। স্যুইমিং পুলের সামনে বসে অনির্বাণ ভট্টাচার্য, সৌরভ দাস, অঙ্কুশ হাজরা এবং রুদ্রনীল ঘোষ গলা জড়িয়ে বসে রয়েছেন একে অপরের। ক্যপশনে লেখেন "আবার বিবাহ অভিযান "।
আরও পড়ুন : শাহরুখ প্রেমে বুঁদ ড্রিম গার্ল অভিনেতা! 'মন্নত'-এর পাশ দিয়ে যাচ্ছিলেন আয়ুষ্মান, এরপর যা হল...
'বিবাহ অভিযান ২' নিয়ে জল্পনার শেষ নেই। ২০১৯ সালের সুপারহিট ছবির গল্প লিখেছিলেন রুদ্রনীল ঘোষ। ছবির পরিচালক ছিলেন বিরসা দাশগুপ্ত। ছবিতে অভিনয় করেছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া। শোনা গিয়েছিল, সেই ছবির সিক্যুয়েল তৈরি হবে। বিরসাই পরিচালনা করবেন। কিন্তু দিন কয়েক আগে জানা গিয়েছে, বিরসা নয়, নতুন ছবির নির্দেশক হিসেবে এসভিএফ বেছে নিয়েছে সায়ন্তন ঘোষালকে। এ বার টলিপাড়ায় গুঞ্জন রটেছিল, সেই ছবির কাজ নাকি বন্ধ। কিন্তু কেন?
আরও পড়ুন : আমাকে এতো গালাগাল দেবেন না প্লিজ, হাত জোর করে 'বড়' দাবি প্রসেনজিতের! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
জল্পনার মাঝেই ছবির এক নায়ক অঙ্কুশ নিউজ18 বাংলা-কে জানালেন রুদ্রনীলের বাড়ি বসেই ছবির গল্প শুনেছিলেন তিনি।
'বিবাহ অভিযান' বক্স অফিসে যথেষ্ট হিট। সোশ্যাল মিডিয়া জুড়ে আজও দেখা যায় ছবির নানা সংলাপ, মজার ভিডিও। বহু দর্শক বেশ কিছুদিন ধরেই চাইছিলেন সিক্যুয়েল আসুক...