TRENDING:

Bhavana Banerjee: ইউটিউব দেখতে দেখতে একদিনেই গাড়ি চালানো শেখা! নায়িকা ভাবনা যা করলেন, অবিশ্বাস্য!

Last Updated:

Bhavana Banerjee: এমনই প্রাণখোলা মনখোলা দমকা হাওয়ার মতো ভাবনা। তাই রচনা অভিনেত্রীর বাবাকে বলেন, "চিন্তা করবেন না, আপনার মেয়ে জানে কী ভাবে জীবনটা বাঁচতে হয়। ভাবনার জীবনে দুঃখ আসবে না।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাশে বসে বন্ধু, অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ফোন। ড্রাইভিং সিটে বসে অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে স্টিয়ারিং। প্রত্যুষার ফোনে চলছে একটি ভিডিও। যেখানে শেখানো হচ্ছে গাড়ি চালানো। প্রত্যুষা বসে বসে যা দেখছেন, সে ভাবে বলছেন। ভাবনা শুনে শুনে স্টিায়রিং ঘোরাচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন, দু'পায়ে ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটর সামলাচ্ছেন। এ ভাবেই প্রথম দিনেই গাড়ি চালানো শিখে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে 'দিদি নম্বর ওয়ান'-এ এসে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে এমনই দাবি করেছিলেন 'কড়িখেলা'র অভিনেত্রী।
advertisement

সঙ্গে ছিলেন ভাবনার বাবাও৷ তিনি জানালেন, ভাবনা বেশ দুষ্ট। যখন যা ইচ্ছে হয় করে ফেলেন। যে দিন গাড়ি চালানো শিখেছিলেন, সে দিনই বাবাকে তুলতে সোজা বাবার অফিসে পৌঁছে গিয়েছিলেন। বাবা নাকি দূর থেকে তাঁকে দেখেই ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হন। আতঙ্কের চোটে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সামনের গাড়ি সরাচ্ছিলেন, যাতে মেয়ে কাউকে ধাক্কা না মেরে দেন।

advertisement

গল্পটি শুনতে শুনতে বাকি প্রতিযোগীদের সঙ্গে হাসতে হাসতে লুটিয়ে পড়েছিলেন রচনাও।

আরও পড়ুন: ফের একবার ফিরলেন কেকে! কলকাতার শিল্পীদের গানে গানে জ্বলে উঠল 'কেকে' সন্ধ্যা!

আরও জানা যায়, তার দিন কয়েকের মধ্যে তিনি হঠাৎ মধ্যরাতে বাবা-মাকে ফোন করে বলেন, "আমি পৌঁছে গিয়েছি।" বাবা-মা ভাবেন, তিনি আলাদা যে বাড়িতে থাকেন, সেখানে পৌঁছে গিয়েছেন শ্যুট শেষ করে। কিন্তু মেয়ের কথায় জানতে পারেন, তিনি গাড়ি চালিয়ে মন্দারমণি চলে গিয়েছেন।

advertisement

আরও পড়ুন: শিল্পী জীবনের একাকীত্বের কথা আমি পাবলিকলি বলব কেন, কে বুঝবে! News18 Bangla-কে বললেন ব্রাত্য

এমনই প্রাণখোলা মনখোলা দমকা হাওয়ার মতো ভাবনা। তাই রচনা অভিনেত্রীর বাবাকে বলেন, "চিন্তা করবেন না, আপনার মেয়ে জানে কী ভাবে জীবনটা বাঁচতে হয়। ভাবনার জীবনে দুঃখ আসবে না।"

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

(বিশেষ দ্রষ্টব্য: এই ভাবে ইউটিউব ভিডিও দেখে গাড়ি চালানো শেখা উচিত নয়। তাই ভুলেও কেউ চেষ্টা করবেন ন। এই প্রতিবদন সম্পূর্ণ অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে লেখা।)

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhavana Banerjee: ইউটিউব দেখতে দেখতে একদিনেই গাড়ি চালানো শেখা! নায়িকা ভাবনা যা করলেন, অবিশ্বাস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল