কলকাতায় গান গাইতে এসে প্রয়াত হয়েছেন বিখ্যাত শিল্পী কেকে। এই যন্ত্রণা ভোলার নয়। কোনও কিছুতেই যেন মনকে বোঝানো যাচ্ছে না। তবে গায়ককে শ্রদ্ধা জানাতে হলে একমাত্র পথ গান। গান দিয়েই যে পৌঁছে যাওয়া যায় গভীর থেকে গভীরে।
2/ 7
সেই কথা মাথায় রেখেই বিশ্ব সঙ্গীত দিবসে News@BanglaBands ও someplace Else আয়োজন করেছিল সঙ্গীত সন্ধ্যার।
3/ 7
অনুষ্ঠানটি ছিল প্রয়াত শিল্পী কেকে-র স্মরণে। এক দল গান পাগল মানুষ তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন এই সন্ধ্যায়। শিল্পীরা বোধহয় এমনটাই হন।
4/ 7
অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল 'জিন্দেগি দো পল কি'! কেকে-র জন্য এই দিন সন্ধ্যায় জড়ো হয়েছিল গান-ভক্তরা।
5/ 7
এই দিন গান গেয়েছেন স্পন্দন, পার্থ, শঙ্খ, রাহুল, কৌস্তভ, তমালিকারা। সঙ্গে ছিলেন সৌত্রিক, রজত, সানি, সুজয়, সৌম্যজিৎ, শুভ, অহজিৎ-সহ আরও অনেকে।
6/ 7
প্রাণ খুলে এই দিন সকলে মিলে গান করেন প্রিয় শিল্পী প্রাণের শিল্পী কেকে-র জন্য।
7/ 7
News@BanglaBands-এর সায়ক দাস জানান, "সন্ধ্যে ৯টায় শুরু হয় অনুষ্ঠান। রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলে। একটুও জায়গা খালি ছিল না। সকলেই এসেছিলেন কেকে-কে ভালোবেসে। এ এক অনন্য সন্ধ্যা ছিল। যা মনে রাখার মতো। কেকে-কে এই শ্রদ্ধা জানাতে পেরে আমরা কিছুটা হলেও শান্তি পাচ্ছি।"
কলকাতায় গান গাইতে এসে প্রয়াত হয়েছেন বিখ্যাত শিল্পী কেকে। এই যন্ত্রণা ভোলার নয়। কোনও কিছুতেই যেন মনকে বোঝানো যাচ্ছে না। তবে গায়ককে শ্রদ্ধা জানাতে হলে একমাত্র পথ গান। গান দিয়েই যে পৌঁছে যাওয়া যায় গভীর থেকে গভীরে।
News@BanglaBands-এর সায়ক দাস জানান, "সন্ধ্যে ৯টায় শুরু হয় অনুষ্ঠান। রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলে। একটুও জায়গা খালি ছিল না। সকলেই এসেছিলেন কেকে-কে ভালোবেসে। এ এক অনন্য সন্ধ্যা ছিল। যা মনে রাখার মতো। কেকে-কে এই শ্রদ্ধা জানাতে পেরে আমরা কিছুটা হলেও শান্তি পাচ্ছি।"