TRENDING:

Abhishek Chatterjee Passes Away:‘‘বাবু, তোর লাগেনি তো?’’ চড় মারার পর ভাস্বরকে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক

Last Updated:

Abhishek Chatterjee Passes Away: কিছুতেই মানতে পারছেন না তিনি৷ কষ্ট হচ্ছে অসম্ভব৷ দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতির কোলাজ ভিড় করছে ভাস্বরের মনে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বৃহস্পতিবার সকাল থেকেই কান্না পাচ্ছে ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee )৷ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের (Abhishek Chatterjee passes way) খবর কিছুতেই মানতে পারছেন না তিনি৷ কষ্ট হচ্ছে অসম্ভব৷ দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতির কোলাজ ভিড় করছে ভাস্বরের মনে৷
Abhishek Chatterjee with Bhaswar Chatterjee
Abhishek Chatterjee with Bhaswar Chatterjee
advertisement

তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক ও ভাস্বর৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘কিন্নরদল’ অবলম্বনে সেই সুপারহিট ছবি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে৷ শ্যুটিং শুরুর আগে পরিচালক তরুণ মজুমদারের কাছে গল্প শোনা, বিভিন্ন দৃশ্যের মহড়া দেওয়া-পুরনো সব স্মৃতি ভাস্বরের মনের মধ্যে ভিড় করছে আজ৷

‘আলো’-র পর ‘রাজমহল’-এও একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা৷ সেখানে এক দৃশ্যে ছিল ভাস্বরকে চড় মারবেন অভিষেক৷ দৃশ্য টেক হয়ে যাওয়ার পর ভাস্বরকে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক-‘‘বাবু, তোর লাগেনি তো?’’ এই স্নেহ মিশ্রিত কথা এবং আচরণ ভোলা যায় না, লিখেছেন ভাস্বর৷

advertisement

আরও পড়ুন : ‘‘পরিপাটি জীবনের কোথাও হয়তো একটু অভিমানও জমানো ছিল’’

সাধক সাইবাবার ভক্ত ছিলেন অভিষেক৷ তাঁর ফেসবুক পোস্টে বার বার ঘুরে ফিরে এসেছে সাইবাবার উল্লেখ৷ তাঁর এই ভক্তির কথা উল্লেখ করেছেন ভাস্বরও৷ প্রয়াত অভিনেতার স্মৃতিচারণায় তিনি লিখেছেন, সাইবাবার ভক্ত ছিলেন অভিষেক৷ তাই হয়তো সাইবাবা তাঁর সন্তানকে কাছে টেনে নিলেন৷

advertisement

আরও পড়ুন :  দোল পূর্ণিমার মেলায় স্বমহিমায় বিরাজমান লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ি

প্রসঙ্গত তরুণ মজুমদারের পরিচালাতেই প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিষেক৷ ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘পথভোলা’৷ এর পর আট ও নয়ের দশকে একের পর এক বক্সঅফিস সফল ছবি উপহার দিয়েছেন তিনি৷ প্রসঙ্গত উত্তম পরবর্তী সে সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে অভিষেক ছিলেন টলিউডের অন্যতম মুখ৷ তাঁর জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে ‘তুফান’, ‘মর্যাদা’, ‘পুরুষোত্তম’, ‘বাদশা’, ‘দান প্রতিদান’, ‘মায়ের আশীর্বাদ’, ‘লাঠি’, ‘মায়ার বাঁধন’, ‘মায়ের আঁচল’, ‘রংমহল’, ‘আলো’, ‘বাড়িওয়ালি’ এবং ‘দহন’৷

advertisement

আরও পড়ুন :  টোটো চালিয়েই হৃদযন্ত্রের সমস্যা থেকে ছেলেকে সুস্থ করে তুলতে চান এই লড়াকু মা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বড় পর্দার এই নায়ক নিজেকে মেলে ধরেছিলেন টেলিভিশনেও৷ ‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘চোখের তারা তুই’, ‘ইচ্ছেনদী’, ‘অন্দরমহল’, ‘কুসুমদোলা’, ‘ফাগুন বউ’, ‘ময়ূরপঙ্খী’, ‘মোহর’ এবং ‘খড়কুটো’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকস্মৃতিতে দাগ কেটে গিয়েছে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Passes Away:‘‘বাবু, তোর লাগেনি তো?’’ চড় মারার পর ভাস্বরকে জিজ্ঞাসা করেছিলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল