অন্যদিকে নিজের জায়গা ধরে রাখতে পারল না গত সপ্তাহের প্রথম স্থান অধিকারী ‘গৌরী এলো’। এবার দ্বিতীয় স্থানে এই মেগা। তবে তারার আগমনে আগের সপ্তাহের থেকে নম্বর বাড়ল ‘গৌরী এলো’-র। এবার তার ঝুলিতে ৭.৭। অন্যদিকে এই সপ্তাহেও ‘জগদ্ধাত্রী’ তৃতীয় স্থানে। তবে নম্বর বেড়েছে এই মেগারও ৭.৩ নম্বর পেয়েছে এই মেগা। চতুর্থ স্থান ধরে রাখল ‘নিম ফুলের মধু’। অন্যদিকে আবার পঞ্চমে ‘পঞ্চমী’ ।
advertisement
আরও পড়ুন: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!
সবাইকে তাক লাগিয়ে ষষ্ঠ স্থানে ‘এক্কা দোক্কা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। অন্যদিকে মেয়েবেলা শেষের গুঞ্জনের মধ্যেই নম্বর বাড়ল ‘মেয়েবেলা’র। টিআরপি তালিকায় সেরা দশে থেকেও কেন বন্ধের মুখে এই মেগা? রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে যাওয়াই কি তবে কারণ? এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দেন। তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। কিন্তু মেগার জন্য পরিবর্তিত স্লট জানানো হচ্ছে না দেখে সন্দেহ রয়েই গিয়েছিল।এই প্রশ্ন ভাবছে মেগার অনুরাগীদের।
আরও পড়ুন: হু হু কমল নম্বর! KKR-ঝড়ে ধরাশায়ী বাংলা সিরিয়াল, তবুও সমানে সমানে টক্কর দুই মেগার
অন্যদিকে আবার সেরা দশে ‘সোহাগ জল’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। অন্যদিকে শেষ হল ‘গোধূলি আলাপ’। শেষ সপ্তাহে এই মেগা ঝুলিতে এনেছে ৩.৫ নম্বর। অন্যদিকে কিছুদিনের মধ্যে শেষ হবে ‘মিঠাই’। এবার পেয়েছে ২.৬।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | গৌরী এলো |
তৃতীয় | জগদ্ধাত্রী |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | পঞ্চমী |
ষষ্ঠ | এক্কা দোক্কা, হরগৌরী পাইস হোটেল |
সপ্তম | রাঙা বউ |
অষ্টম | মেয়েবেলা |
নবম | বাংলা মিডিয়াম |
দশম | সোহাগ জল, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ |