হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টিআরপি তালিকায় উলটপূরাণ। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া ‘ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী ‘। গত সপ্তাহে দুজনেই যুগ্ন টপার হয়েছিলেন৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
আরও পড়ুন-প্রয়াত হলেন বিখ্যাত পপ গায়িকা, ক্যান্সারই কেড়ে নিল প্রাণ!
অনুরাগের ছোঁয়া | ৭.৫ (প্রথম) |
জগদ্ধাত্রী | ৭.০ (দ্বিতীয়) |
গৌরি এলো | ৬.৮ (তৃতীয়) |
নিম ফুলের মধু | ৬.৪ (চতুর্থ) |
বাংলা মিডিয়াম- রাঙা বউ | ৫.৫ (পঞ্চম) |
পঞ্চমী |
৫.৪ (ষষ্ঠ) |
এক্কা দোক্কা | ৫.৩ (সপ্তম) |
হরগৌরী পাইস হোটেল-মেয়েবেলা | ৪.৭(অষ্টম) |
খেলনা বাড়ি | ৪.৪ (নবম) |
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ |
৪.৩ (দশম) |
আরও পড়ুন-মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বমি, কিছুদিন ধরেই শরীর ঠিক ছিল না আদিত্যর, তারপর…
চলতি সপ্তাহে (৭.৫ ) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া ‘ । (৭.০ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’৷ (৬. ৮) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরি এলো’। (৬.৪) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। (৫.৫) পঞ্চম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ ও ‘রাঙা বউ’। (৫.৪) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’। (৫.৩) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক’এক্কা দোক্কা’। (৪.৭)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘মেয়েবেলা’। (৪.৪ ) পয়েন্টে নবম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। ( ৪.৩) পয়েন্টে দশম স্থানে রয়েছে’কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।